ইউক্রেনীয় বাহিনীকে প্রশিক্ষণ দিতে সেনা পাঠাচ্ছে নিউজিল্যান্ড
রাশিয়ার বিরুদ্ধে লড়াইরত ইউক্রেনীয় বাহিনীকে সম্মুখযুদ্ধের প্রশিক্ষণ দিতে ১২০ জন সেনা পাঠাচ্ছে নিউজিল্যান্ড। যুক্তরাজ্যে তাঁদের প্রশিক্ষণ দেওয়া হবে। নিউজিল্যান্ড সরকার এ কথা জানিয়েছে। খবর আল-জাজিরার।
এক সংবাদ সম্মেলনে সেনা মোতায়েনের এ ঘোষণা দেন প্রধানমন্ত্রী জেসিন্ডা আরডার্ন। তবে তিনি জোর দিয়ে বলেন, নিউজিল্যান্ডের সেনারা ইউক্রেনে গিয়ে যুদ্ধে জড়ায়নি এবং জড়াবেও না।
সরকারের পক্ষ থেকে বলা হয়, এই সেনাদের দিয়ে দুটি পদাতিক প্রশিক্ষণ দল গঠন করা হবে। তারা ইউক্রেনের ৮০০ সেনাকে অস্ত্র চালনা, যুদ্ধক্ষেত্রে প্রাথমিক চিকিৎসা, অভিযানসংক্রান্ত নিয়মকানুন, অন্যান্য দক্ষতাসহ যুদ্ধে কার্যকর মূল দক্ষতাগুলো শেখাবে।
এদিকে রুশ বাহিনী ইউক্রেনের পূর্ব ও দক্ষিণাঞ্চলে নতুন করে হামলা শুরু করেছে বলে কিয়েভ জানিয়েছে। দীর্ঘ প্রায় ছয় মাসের যুদ্ধে এই অঞ্চলকে প্রাধান্য দিয়ে লড়াই চলছে।
ইউক্রেনীয় বাহিনী বলছে, দেশটির পূর্বাঞ্চলীয় দোনেৎস্ক অঞ্চলের কয়েকটি শহর লক্ষ্য করে রুশ বাহিনী গোলাবর্ষণ করেছে এবং অগ্রসর হওয়ার চেষ্টা চালাচ্ছে। তবে তারা অধিকাংশ হামলা প্রতিহত করার দাবি করেছে।
ইউক্রেনের সামরিক বাহিনীর জেনারেল স্টাফ জানিয়েছে, দক্ষিণাঞ্চলে এক ডজনেরও বেশি শহরে রুশ বাহিনী গোলাবর্ষণ করেছে। বিশেষ করে, রুশনিয়ন্ত্রিত খেরসন অঞ্চলে এসব গোলাবর্ষণের ঘটনা ঘটে। এই অঞ্চলের বেশির ভাগ রুশ বাহিনীর নিয়ন্ত্রণে রয়েছে। ইউক্রেনীয় বাহিনী ধীরে ধীরে সেখানকার ভূখণ্ড পুনরুদ্ধার করছে।
সবশেষ গতকাল রোববার নিয়মিত হালনাগাদ গোয়েন্দা তথ্যের বরাত দিয়ে যুক্তরাজ্যের প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, বিশেষ করে, দোনেৎস্ক বিমানবন্দরের নিকটবর্তী পিস্কি গ্রামকে ঘিরে ভয়াবহ লড়াই চলছে।
এদিকে রুশ বাহিনী উত্তর-পূর্বাঞ্চলীয় খারকিভ অঞ্চলের উদি গ্রামের নিয়ন্ত্রণ নিয়েছে বলে দাবি করেছে ক্রেমলিন।