পশ্চিমা চাপে পরমাণু অস্ত্র মোতায়েনের অনুমতি: বেলারুশ

বেলারুশের প্রেসিডেন্ট আলেক্সান্ডার লুকাশেঙ্কো
ছবি: রয়টার্স

রুশ পারমাণবিক অস্ত্র মোতায়েনের অনুমতি দেওয়ার কারণ হিসেবে পশ্চিমাদের বিরুদ্ধে অভিযোগ তুলেছে বেলারুশ। গতকাল দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে জানানো হয়, নজিরবিহীন পশ্চিমা চাপের কারণে তারা বাধ্য হয়ে রাশিয়াকে পারমাণবিক অস্ত্র মোতায়েনের অনুমতি দিয়েছে। এই অস্ত্র মোতায়েন করা হলেও তাতে আন্তর্জাতিক চুক্তির বরখেলাপ করা হয়নি।

গত সপ্তাহে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন মিত্র দেশ বেলারুশে কৌশলগত পারমাণবিক অস্ত্র মোতায়েনের পরিকল্পনার কথা জানান। এতে তীব্র নিন্দা জানায় পশ্চিমা দেশগুলো। গতকাল মিনস্কে বেলারুশের পররাষ্ট্র মন্ত্রণালয় দাবি করে, বেলারুশ তার নিজস্ব নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা জোরদার করতে রাশিয়ার আহ্বানে সাড়া দিতে বাধ্য হয়েছে। মিনস্ক যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের কাছ থেকে নজরিবিহীন রাজনৈতিক ও অর্থনৈতিক চাপের মুখে পড়েছে।

বেলারুশ দাবি করেছে, পারমাণবিক অস্ত্রের নিয়ন্ত্রণ তাদের কাছে থাকছে না। এ অস্ত্র মোতায়েন পারমাণবিক অস্ত্র বিস্তার চুক্তির বরখেলাপ নয়।