ন্যাটোভুক্ত রোমানিয়ায় রুশ ড্রোন ভূপাতিত, দাবি ইউক্রেনের

ড্রোন
প্রতীকী ছবি: রয়টার্স

ইউক্রেনের ইজমাইল বন্দরে রাতভর হামলা চালাতে গিয়ে রাশিয়ার একটি ড্রোন রোমানিয়ার ভূখণ্ডে ঢুকে পড়েছিল। পরে সেখানে ইরানের তৈরি রুশ ড্রোনটি বিস্ফোরিত হয়ে ভূপাতিত হয়েছে। রোমানিয়া পশ্চিমা সামরিক জোট ন্যাটোর সদস্য।

ইউক্রেনের পররাষ্ট্র মন্ত্রণালয় গতকাল সোমবার রোমানিয়ার ভূখণ্ডে রুশ ড্রোন ধ্বংস হওয়ার কথা জানিয়েছে। তবে ন্যাটোভুক্ত রোমানিয়া এই দাবি অস্বীকার করেছে।

রাশিয়ার সঙ্গে যুদ্ধরত ইউক্রেনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ওলেগ নিকোলেঙ্কো সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্টে করেন, ‘রাতে রোমানিয়ার ভূখণ্ডে রাশিয়ার শাহেদ ড্রোন অনুপ্রবেশ করেছিল। পরে ড্রোনটি সেখানেই ধ্বংস হয়েছে। আমাদের (ইউক্রেনের) সীমান্তরক্ষা বাহিনী এ তথ্য জানিয়েছে।’

ওলেগ নিকোলেঙ্কো একটি ছবি পোস্ট করেছেন। ওই ছবিতে একটি জলাভূমির পাশ থেকে ধোঁয়া উড়তে দেখা গেছে। মনে করা হচ্ছে, ওই রুশ ড্রোনের ধ্বংসাবশেষ থেকে ধোঁয়া উড়ছে।

তবে এএফপির পক্ষ থেকে স্বাধীনভাবে ওই ছবির সত্যতা যাচাই করা সম্ভব হয়নি।

ইউক্রেনের এ দাবি অস্বীকার করেছে রোমানিয়া। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, রোমানিয়ার ভূখণ্ড কিংবা জলসীমাকে কখনোই সরাসরি সামরিক হুমকির লক্ষ্যবস্তু বানায়নি রাশিয়া।