রাজা তৃতীয় চার্লস ও কুইন কনসোর্ট ক্যামিলা
ছবি: সংগৃহীত

যুক্তরাজ্যের রাজা তৃতীয় চার্লস আসছেন পূর্ব লন্ডনের বাঙালি পাড়া নামে খ্যাত বাংলা টাউনে। সঙ্গে থাকবেন তাঁর স্ত্রী কুইন কনসোর্ট ক্যামিলা। আগামী ৮ ফেব্রুয়ারি তাঁরা এই সফরে আসবেন বলে বুধবার যুক্তরাজ্যের বাকিংহাম প্যালেসের ওয়েবসাইটে ঘোষণা দেওয়া হয়েছে।

সফরের বিস্তারিত তুলে ধরে বাকিংহাম প্যালেস জানায়, শুরুতে চার্লস পূর্ব লন্ডনে বাংলাদেশিদের বর্ণবাদবিরোধী আন্দোলনের স্মারক আলতাব আলী পার্ক পরিদর্শনে যাবেন। সেখানে ১৯৬০ ও ৭০-এর দশকে বর্ণবাদবিরোধী আন্দোলনে সক্রিয় বাংলাদেশিদের সঙ্গে কুশল বিনিময় করবেন তিনি।

শহীদ মিনারের দিকে যেতে যেতে রাজা ও কুইন কনসোর্ট বর্ণবাদের বিরুদ্ধে কাজ করা ব্রিটিশ-বাংলাদেশি তরুণ সমাজের প্রতিনিধি, বাংলা ভাষা রক্ষায় যুক্ত আন্দোলনকর্মী এবং আলতাব আলী ফাউন্ডেশনের প্রতিনিধিদের সঙ্গে কথা বলবেন। এরপর শহীদ আলতাব আলীর স্মরণে পার্কে একটি গাছের চারা রোপণ করবেন তাঁরা।

এরপর গাড়িতে চড়ে রাজ ও কুইন কনসোর্ট ব্রিক লেনে যাবেন। শিক্ষার্থী ও স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার বাসিন্দারা ব্রিক লেনে রাজাকে স্বাগত জানাবেন। ব্রিক লেনে ‘বাংলা টাউন গেট’ ও ‘মাটির টান’ নামের দেয়ালচিত্র দেখতে থামবেন রাজা। বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে এই গেট ও দেয়ালচিত্র উন্মোচন করা হয়েছিল।

সেখান থেকে একটি নৃত্যদলের প্রদর্শনীর সঙ্গে রাজা ও কুইন কনসোর্ট হেঁটে যাবেন ‘গ্রাম বাংলা’ রেস্তোরাঁ পর্যন্ত। এ সময় কথা বলবেন সফল বাংলাদেশিদের নিয়ে কাজ করা সংগঠন ‘ব্রিটিশ বাংলাদেশি পাওয়ার অ্যান্ড ইন্সপারেশন’ (বিবিপিআই) সঙ্গে যুক্ত নারীদের সঙ্গে।

এরপর রাজা ও কুইন কনসোর্ট যাবেন ব্রিক লেন মসজিদে। ঘুরে দেখবেন ব্রিক লেন মসজিদের হলরুম। বাংলা পাড়া থেকে বিদায় নেওয়ার আগে রাজা লন্ডনে বাঙালি সম্প্রদায়ের বিভিন্ন নেতা, ব্রিক লেন ফিউনারেল সার্ভিসের পরিচালক এবং ইস্ট লন্ডন সেন্ট্রাল সিনাগগের প্রেসিডেন্টের সঙ্গে কুশল বিনিময় করবেন।

বাঙালি পাড়ায় এটি হবে রাজা চার্লসের প্রথম সফর। রাজা ও কুইন কনসোর্টের ব্রিটিশ বাংলাদেশি কমিউনিটি সফরের এ খবর জানাজানি হওয়ার পর লন্ডনে বাংলাদেশি সম্প্রদায়ের মধ্যে বেশ উচ্ছ্বাস দেখা দিয়েছে। রাজা হওয়ার আগে প্রিন্স চার্লস ২০০১ সালে পূর্ব লন্ডনে বাংলাদেশিদের পরিচালিত ইস্ট লন্ডন মসজিদ পরিদর্শনে এসেছিলেন।

এই সফর আয়োজন করেছে বিবিপিআই। সংগঠনের প্রতিষ্ঠাতা টাওয়ার হ্যামলেটসের কাউন্সিলর আবদাল উল্লাহ ও তাঁর স্ত্রী আইনজীবী আয়শা কুরেশি এক বিবৃতিতে বলেন, ‘আমাদের কমিউনিটি এবং পূর্বপুরুষদের অবদান তুলে ধরতে রাজার এ ঐতিহাসিক সফর আয়োজন করতে পেরে আমরা গর্বিত ও আনন্দিত।’ তাঁরা বলেন, নিরাপত্তার কারণে সফরের বিস্তারিত প্রকাশ করা যাচ্ছে না।

লন্ডনের ঐতিহ্যবাহী ব্রিক লেনে ‘বাংলা টাউন’ গেট ও ‘মাটির টান’ নামের দেয়ালচিত্র
ছবি: প্রথম আলো

গত বছরের ৮ সেপ্টেম্বর রানি দ্বিতীয় এলিজাবেথের মৃত্যুর পর প্রথাগতভাবেই তাঁর উত্তরাধিকারী হয়েছেন বড় ছেলে তৃতীয় চার্লস। রাজা হিসেবে দায়িত্ব পালন শুরু করলেও আগামী ৬ মে অভিষেক অনুষ্ঠানের মধ্য দিয়ে তাঁর নতুন রাজত্বের আনুষ্ঠানিক অভিষেক উদ্‌যাপন করা হবে।