ভেনিসে লাউড স্পিকার ও বড় পর্যটক দল নিষিদ্ধ হচ্ছে

ভেনিসের গ্র্যান্ড ক্যানেলে নৌকায় ভ্রমণ করছেন পর্যটকেরাছবি: এএফপি ফাইল ছবি

ইতালির পর্যটন নগরী ভেনিসে লাউড স্পিকারের ব্যবহার ও বড় পর্যটক দলকে নিষিদ্ধ করার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। কোনো দলে ২৫ জনের বেশি পর্যটক থাকতে পারবেন না। ভেনিসে পর্যটকের চাপ কমিয়ে নগরটিকে সুরক্ষিত রাখতে এমন পদক্ষেপ নেওয়া হচ্ছে।

ভেনিস নগর কর্তৃপক্ষের এক বিবৃতিতে বলা হয়, জুন থেকে নতুন বিধিগুলো কার্যকর হবে।

ওই বিবৃতিতে লাউড স্পিকারের ব্যবহার নিষিদ্ধ করা প্রসঙ্গে বলা হয়, এগুলো ব্যবহারের কারণে ‘বিভ্রান্তি ও ঝামেলা’ তৈরি হয়।

ইউরোপের যেসব শহরে পর্যটকদের সবচেয়ে বেশি ভিড় হয়ে থাকে, তার মধ্যে ভেনিস একটি। অতিরিক্ত পর্যটকের চাপ কমানো শহরটির জন্য জরুরি হয়ে পড়েছে।

গত সেপ্টেম্বরে এক দিনের জন্য (রাতে না থাকা) ঘুরতে যাওয়া পর্যটকদের কাছ থেকে প্রবেশ ফি বাবদ পাঁচ ইউরো করে আদায়ের সিদ্ধান্ত নেয় ভেনিস কর্তৃপক্ষ।

ভেনিসের নিরাপত্তার দায়িত্বে থাকা কর্মকর্তা এলিসাবেত্তা পেসচে বলেন, ঐতিহাসিক এ এলাকায় ঘুরতে আসা পর্যটকদের ব্যবস্থাপনা আরও ভালো করার লক্ষ্য নিয়ে নতুন নীতিমালাগুলো চালু করা হচ্ছে।

ভেনিস নগরের আয়তন মাত্র ৭ দশমিক ৬ বর্গকিলোমিটার। ইতালির জাতীয় পরিসংখ্যান প্রতিষ্ঠানের তথ্য অনুসারে, ২০১৯ সালে ভেনিসে প্রায় ১ কোটি ৩০ লাখ পর্যটক গিয়েছিলেন। আগামী কয়েক বছরে নগরটিতে দর্শনার্থীদের সংখ্যা করোনা মহামারি–পূর্ববর্তী সংখ্যাকে ছাড়িয়ে যাবে বলে ধারণা করা হচ্ছে।

আরও পড়ুন

চলতি বছরের শুরুতে ইউনেসকো বলেছে, ঝুঁকিতে থাকা বিশ্ব ঐতিহ্যের জায়গাগুলোর তালিকায় ভেনিসের নামটি যুক্ত করা প্রয়োজন। কারণ, জলবায়ু পরিবর্তনের প্রভাব এবং অনেক বেশি পর্যটকের ভিড়ের কারণে শহরটিতে পরিবর্তন এসেছে।

২০২১ সালে জুদেক্কা খাল হয়ে ভেনিসে বড় জাহাজের প্রবেশ নিষিদ্ধ করা হয়। একটি পোতাশ্রয়ে একটি জাহাজ দুর্ঘটনার কবলে পড়ার পর এ পদক্ষেপ নেওয়া হয়। সমালোচকদের মতে, এসব জাহাজ দূষণ তৈরি করছে। এতে ভেনিসের ভিত্তি ক্ষয় হয়ে যাচ্ছে। এমনিতেই নিয়মিত বন্যার কবলে পড়ে ভেনিস।