বাল্টিক সাগরের ওপরে তিনটি রুশ সামরিক বিমান প্রতিহত করার দাবি জার্মান বিমানবাহিনীর

প্রতীকী ছবি
ছবি: এএফপি

বাল্টিক সাগরের ওপরে আন্তর্জাতিক আকাশসীমা দিয়ে ট্রান্সপন্ডার সংকেত ছাড়া উড়ে যাওয়া তিনটি রুশ সামরিক বিমান প্রতিহত করা হয়েছে। বুধবার জার্মানির বিমানবাহিনী এ তথ্য জানিয়েছে।

জার্মানির বিমানবাহিনী এক টুইটার পোস্টে লিখেছে, দুটি সুখোই এসইউ-২৭ যুদ্ধবিমান এবং একটি ইলিউশিন ইল-২০ বিমান শনাক্তের জন্য জার্মানি ও যুক্তরাজ্য ইউরো যুদ্ধবিমান পাঠিয়েছে।

জার্মানির বিমানবাহিনী মাঝ আকাশে থাকা রুশ বিমানের বেশ কয়েকটি ছবিও প্রকাশ করেছে।

রাশিয়ার মূল ভূখণ্ড থেকে কালিনিনগ্রাদের দিকে দেশটির সামরিক বিমানটি নিয়মিতই আসা-যাওয়া করে থাকে। এর মানে হলো, অঞ্চলটিতে এ ধরনের বিমান প্রতিহত করার ঘটনা নিয়মিতই ঘটে থাকে।

চলতি মাসের শুরুর দিকে ন্যাটোর হয়ে বাল্টিক সাগরের আকাশসীমায় নজরদারির দায়িত্বটি যুক্তরাজ্যের কাছে হস্তান্তর করেছে জার্মানি। ন্যাটোর মিত্রদেশগুলো ওই এলাকার আকাশসীমার সুরক্ষায় কাজ করে থাকে। কারণ, লিথুনিয়া, লাটভিয়া ও এস্তোনিয়ার নিজস্ব যুদ্ধবিমান নেই।