দোনেৎস্কের গুরুত্বপূর্ণ শহর রুশ সেনাদের নিয়ন্ত্রণে: রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রী

রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শোইগুফাইল ছবি: রয়টার্স

রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শোইগু বলেছেন, তাঁর দেশের সেনারা পূর্ব ইউক্রেনের মারিঙ্কা শহর নিয়ন্ত্রণে নিয়েছেন। এটি ওই অঞ্চলের কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ একটি শহর। 

রুশনিয়ন্ত্রিত দোনেৎস্ক অঞ্চলের রাজধানীর ঠিক পাশেই মারিঙ্কা শহরটি ‘শক্তিশালীভাবে সুরক্ষিত’ এলাকা হিসেবে পরিচিত। এই শহরকে দোনেৎস্কের প্রবেশদ্বারও বলা হয়। 

গতকাল মঙ্গলবার সের্গেই শোইগু বলেন, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের নামে নামকরণ করা একটি সেনা ইউনিট শহরটির নিয়ন্ত্রণ নিয়েছে। 

তবে ইউক্রেনের সশস্ত্র বাহিনীর কমান্ডার ভ্যালেরি ঝালুজনি গতকাল বলেন, লড়াই করার জন্য ইউক্রেনের বাহিনী মারিঙ্কার উপকণ্ঠে পৌঁছে গেছে। 

এদিকে গতকাল সন্ধ্যায় ইউক্রেনের স্বরাষ্ট্রমন্ত্রী ইহোর ক্লাইমেনকো বলেন, রুশ বাহিনী খেরসন শহরের রেলস্টেশনে গোলাবর্ষণ করেছে। এতে একজন পুলিশ সদস্য নিহত ও কয়েকজন আহত হয়েছেন। 

এ সময় অন্তত ১৪০ জন বেসামরিক মানুষকে ওই স্টেশন থেকে সরিয়ে নিতে সক্ষম হয় পুলিশ। তাঁরা সবাই খেরসন ছাড়ার জন্য ট্রেনের অপেক্ষায় ছিলেন। 

টেলিগ্রাম পোস্টে ইহোর ক্লাইমেনকো আরও বলেন, পুলিশের তাৎক্ষণিক তৎপরতায় খেরসন রেলস্টেশনে হতাহতের বড় ঘটনা এড়ানো গেছে।