রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় ব্যাপক ক্ষতিগ্রস্ত হয় হাসপাতাল ভবনটি। এমনকি এতে আগুনও ধরে যায়। আঞ্চলিক গভর্নর সের্হি লাইসাক সামাজিক যোগাযোগমাধ্যম টেলিগ্রামে ছবিটি পোস্ট করেন
ছবি: রয়টার্স

ইউক্রেনের পূর্বাঞ্চলে নিপ্রো শহরের একটি হাসপাতালে রাশিয়ার ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে। এতে অন্তত ১ জন নিহত ও ১৫ জন আহত হয়েছেন।

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি হামলার তথ্যের সত্যতা নিশ্চিত করেন। তিনি বলেন, কর্তৃপক্ষ হাসপাতালে থাকা অন্যদের বের করে আনার কাজ করছে।

জেলেনস্কি ধ্বংসপ্রাপ্ত ভবনগুলোর একটি ভিডিও পোস্ট করেন। সেখান দেখা যায়, ভবন থেকে ধোঁয়া বের হচ্ছে। ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে কাজ করছেন। তিনি বলেন, রাশিয়ান সন্ত্রাসীরা আবারও মানবিক এবং ভালো সবকিছুর বিরুদ্ধে তাদের যোদ্ধাদের অবস্থান নিশ্চিত করেছে।

এর আগে আঞ্চলিক গভর্নর সের্হি লাইসাক বলেছিলেন, শহরটিতে একের পর এক রকেট ও ড্রোন হামলা চালানো হচ্ছে।

ইউক্রেন কর্তৃপক্ষ জানিয়েছে, রাতভর তারা রাশিয়ার ছোড়া ১৭টি ক্ষেপণাস্ত্র ও ৩১টি ড্রোন ভূপাতিত করেছে। তবে পূর্বাঞ্চলীয় শহর নিপ্রো ও খারকিভে কিছু কিছু ক্ষেপণাস্ত্র তাদের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম হয়েছে। এর মধ্যে একটি তেলের ডিপোও রয়েছে।
সাম্প্রতিক সপ্তাহগুলোয় ইউক্রেনের অবকাঠামোতগত সুবিধাগুলোকে লক্ষ্য করে রাশিয়া তাদের হামলা জোরদার করেছে।