সিলেট শহীদ স্মৃতি উদ্যানের উন্নয়নে ৩৫ লাখ টাকা দিলো লন্ডন বাংলা প্রেসক্লাব

সিলেট ক্যাডেট কলেজসংলগ্ন বধ্যভূমির উন্নয়নকাজে ৩৫ লাখ টাকার চেক হস্তান্তর করেছে লন্ডন বাংলা প্রেসক্লাবছবি: সাইদুল ইসলাম

সিলেটের শহীদ স্মৃতি উদ্যান প্রতিষ্ঠায় অংশীদার হলো লন্ডন বাংলা প্রেসক্লাব। মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িত সিলেট ক্যাডেট কলেজসংলগ্ন বধ্যভূমির উন্নয়নকাজে ৩৫ লাখ টাকার চেক হস্তান্তর করেছে পেশাজীবী এই সংগঠনটি। ক্লাবের সাধারণ সদস্য ও আজীবন সদস্যদের আর্থিক সহযোগিতায় এই টাকা সংগ্রহ করা হয়।

গত রোববার বিকেলে লন্ডন বাংলা প্রেসক্লাব আয়োজিত এক অনুষ্ঠানে চেকটি (প্রতীকী) হস্তান্তর করা হয়। এই টাকা শিগগিরই সিলেট শহীদ স্মৃতি উদ্যান কর্তৃপক্ষকে বুঝিয়ে দেওয়া হবে। শহীদ স্মৃতি উদ্যান ব্যবস্থাপনা কমিটির পক্ষে প্রতীকী চেকটি গ্রহণ করেন কমিটির অন্যতম উপদেষ্টা আহমদ উস সামাদ চৌধুরী জেপি। এই টাকার মধ্যে ১১ হাজার পাউন্ড দিয়েছেন কনজারভেটিভ ফ্রেন্ডস অব বাংলাদেশ ইউকের প্রেসিডেন্ট ও ব্যবসায়ী মুকিম আহমদ।

লন্ডন বাংলা প্রেস ক্লাবের সভাপতি মুহাম্মদ জুবায়েরের সভাপতিত্বে ও মহাসচিব তাইসির মাহমুদের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন মুকিম আহমদ, আহমদ উস সামাদ চৌধুরী জেপি, লন্ডন বাংলা প্রেস ক্লাবের সদ্যসাবেক প্রেসিডেন্ট মোহাম্মদ এমদাদুল হক চৌধুরী প্রমুখ।

আরও পড়ুন

উল্লেখ্য, সিলেট ক্যাডেট কলেজের পেছনে সালুটিকর বধ্যভূমিতে শহীদ স্মৃতি উদ্যান নির্মাণের কাজ শুরু হয় ২০২২ সালের ২৫ সেপ্টেম্বর। নির্মাণকাজ শেষে ২০২৩ সালের ৪ মার্চ এটি উদ্বোধন করা হয়। মুক্তিযুদ্ধের সময়ে সেখানে মাটিচাপা দেওয়া অজ্ঞাত হাজারো শহীদের মধ্য থেকে ৬৬ জনের নাম-পরিচয় সনাক্ত করে পৃথক পৃথক স্মৃতিস্তম্ভ নির্মাণ করা হয়েছে। বাকি শহীদদের নাম-পরিচয় শনাক্তকরণে কাজ চলছে। নান্দনিক এই স্মৃতি উদ্যানে পর্যায়ক্রমে পাঠাগার, যাদুঘর, কফিশপ এবং আলাদা বসার জায়গা নির্মাণ করা হবে বলে জানা গেছে।

আরও পড়ুন