রানি মারগ্রেথ ৫২ বছর পর সিংহাসন ছাড়লেন

রানি দ্বিতীয় মারগ্রেথ নিজ বাসভবন অ্যামালিয়েনবার্গ প্রাসাদ থেকে ক্রিস্টেইনবার্গ প্রাসাদে যাচ্ছেন। পরে ‘কাউন্সিল অব স্টেটে’ সিংহাসন ছাড়ার ঘোষণায় সই করেন। গতকাল কোপেনহেগেনেছবি: রয়টার্স

ডেনমার্কের ইতিহাসের পাতায় নতুন অধ্যায় যুক্ত হলো। ৫২ বছর পর গতকাল রোববার আনুষ্ঠানিকভাবে সিংহাসন ছেড়েছেন রানি দ্বিতীয় মারগ্রেথ। নতুন রাজা হয়েছেন তাঁর ছেলে ফ্রেডেরিক। তিনি রাজা দশম ফ্রেডেরিক হিসেবে পরিচিত হবেন।

ঐতিহাসিক এ দিনটির সাক্ষী হতে হিমশীতল আবহাওয়ার মধ্যেই কোপেনহেগেনের ক্রিস্টেইনবার্গ প্রাসাদের সামনে জড়ো হন হাজারো মানুষ। পুরো অনুষ্ঠান ঘিরে দেশটির এক লাখের মতো নাগরিক জড়ো হয়েছেন বলে মনে করছে পুলিশ।

৩৫ বছর বয়সী রিনি জেনস তাঁদেরই একজন। তিনি বলেন, ‘ঐতিহাসিক এই আনুষ্ঠানিকতা দেখতে আমরা খুবই উচ্ছ্বসিত। অনেক বড় কিছু একটা ঘটতে যাচ্ছে। ডেনমার্কের ইতিহাসের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি মুহূর্ত।’

৮৩ বছর বয়সী রানি দ্বিতীয় মারগ্রেথ নিজ দেশে খুবই জনপ্রিয়। স্থানীয় সময় বেলা দেড়টার দিকে নিজ বাসভবন কোপেনহেগেনের অ্যামালিয়েনবার্গ প্রাসাদ থেকে ক্রিস্টেইনবার্গ প্রাসাদের উদ্দেশে রওনা হন তিনি। সেখানে দেশটির সরকারি দপ্তর ও পার্লামেন্ট অবস্থিত।

বেলা দুইটার দিকে রাজতন্ত্রের উপদেষ্টা পর্ষদ ‘কাউন্সিল অব স্টেটে’ সিংহাসন ছাড়ার ঘোষণায় স্বাক্ষর করেন রানি মারগ্রেথ। এ নিয়ে দ্বিতীয়বারের মতো ডেনমার্কের সিংহাসন থেকে কেউ সরে দাঁড়ালেন। এর আগে প্রায় ৯ শতক আগে ১১৪৬ সালে সর্বশেষ রাজা তৃতীয় এরিক সিংহাসন ছেড়েছিলেন।

কাউন্সিল অব স্টেটে উপস্থিত ছিলেন মারগ্রেথের ৫৫ বছর বয়সী ছেলে ফ্রেডেরিক। তাঁর সঙ্গে ছিলেন অস্ট্রেলীয় বংশোদ্ভূত স্ত্রী মেরি ও তাঁদের বড় ছেলে ১৮ বছর বয়সী ছেলে প্রিন্স ক্রিস্টেইনও।

মারগ্রেথ সিংহাসন ছাড়ার পর নিয়ম অনুযায়ী রাজা ও রাষ্ট্রের প্রধান হন ফ্রেডেরিক। এরপর ক্রিস্টেইনবার্গ প্যালেসের ব্যালকনি থেকে তাঁকে রাজা দশম ফ্রেডেরিক হিসেবে ঘোষণা দেন প্রধানমন্ত্রী মেটে ফ্রেডেরিকসেন।

এর আগে খ্রিষ্টীয় নববর্ষ উপলক্ষে জাতির উদ্দেশে দেওয়া ভাষণে রানি মারগ্রেথ সিংহাসন ছাড়ার ঘোষণা দেন। ভাষণে ছেলে ফ্রেডেরিককে সিংহাসনের উত্তরাধিকার ঘোষণা করে জানান, বয়স ও স্বাস্থ্যের কারণে তিনি ক্ষমতা ছেড়ে দিচ্ছেন।

যুক্তরাজ্যের মতো ডেনমার্কেও সাংবিধানিক রাজতন্ত্র রয়েছে। যদিও তা অনেকটাই আলংকারিক। ২০২২ সালের সেপ্টেম্বরে ব্রিটিশ রানি দ্বিতীয় এলিজাবেথের মৃত্যুর পর রানি মারগ্রেথ ছিলেন ইউরোপের দেশগুলোয় সবচেয়ে বেশি দিন সিংহাসনে থাকা রাষ্ট্রপ্রধান।