খারকিভ অঞ্চলে ১০টি নির্যাতনকেন্দ্র খুঁজে পাওয়ার দাবি ইউক্রেনের

খারকিভের একটি বিধ্বস্ত ভবন
ছবি: রয়টার্স ফাইল ছবি

ইউক্রেনের পুলিশপ্রধান ইগর ক্লিমেনকো বলেন, খারকিভ অঞ্চলে রাশিয়ার কাছ থেকে পুনরুদ্ধার এলাকাগুলোতে অন্তত ১০টি নির্যাতনকেন্দ্র পাওয়া গেছে। গতকাল শুক্রবার এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। এদিকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেন, ইজিয়াম শহরে সম্প্রতি এক গণকবরে যে চার শতাধিক লাশ পাওয়া গেছে, তার কোনো কোনোটিতে নির্যাতনের চিহ্ন আছে। খবর এএফপি ও আল জাজিরার।

ইউক্রেনের উত্তর-পূর্বাঞ্চলীয় খারকিভ অঞ্চল থেকে দখলদার রুশ বাহিনীকে হটাতে সম্প্রতি বড় মাত্রায় আক্রমণ শুরু করে ইউক্রেন। এরই মধ্যে ওই অঞ্চলের বেশ কিছু এলাকা দখলমুক্ত করার কথা বলেছে ইউক্রেন।

গতকাল ইউক্রেনের পুলিশপ্রধান ইগর ক্লিমেনকো বলেছেন দখলমুক্ত এলাকাগুলোতে অন্তত ১০টি নির্যাতনকেন্দ্র চিহ্নিত করেছেন তাঁরা। তিনি বলেন, ‘খারকিভ অঞ্চলের বিভিন্ন এলাকায় অন্তত ১০টি নির্যাতনকেন্দ্র থাকার ব্যাপারে আমি বলতে পারি।’
উত্তর পূর্বাঞ্চলীয় শহর বালাকলিয়াতে দুটি নির্যাতনকেন্দ্র পাওয়া গেছে বলে উল্লেখ করেন ক্লিমেনকো।

আরও পড়ুন

এদিকে গতকাল ইজিয়াম শহরে শনাক্ত হওয়া গণকবরটি থেকে দেহাবশেষ উদ্ধারের কাজ শুরু হয়েছে। এর কয়েক ঘণ্টার মাথায় ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি একটি ভিডিও বার্তা দেন। তিনি বলেন, কিছু লাশে নির্যাতনের আলামত পাওয়া গেছে। তাঁদের কারও কারও হাত-পা ভেঙে দেওয়া হয়েছে। কিছু মরদেহের গলায় দড়ি বাঁধা।

খারকিভ আঞ্চলিক প্রশাসনের প্রধান ওলেগ সিনেগুবভ বলেন, যেসব মরদেহ উদ্ধার হয়েছে, সেগুলোর মধ্যে ৯৯ শতাংশের শরীরে সহিংস মৃত্যুর আলামত আছে।

সম্প্রতি রুশ বাহিনীর কাছ থেকে ইজিয়াম শহর দখলমুক্ত করেন ইউক্রেনের সেনারা। নিয়ন্ত্রণ পুনঃপ্রতিষ্ঠার পর গত বৃহস্পতিবার শহরটিতে গণকবর পাওয়ার কথা বলে দেশটির কর্তৃপক্ষ।

আরও পড়ুন

ইউক্রেনের খারকিভ অঞ্চলের কৌশলগত গুরুত্বপূর্ণ শহর ইজিয়াম। ইজিয়ামে ইউক্রেনীয় সেনাদের মনোবল বাড়াতে সম্প্রতি আকস্মিক সফরে শহরটিতে যান দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তিনি খারকিভ অঞ্চলের আট হাজার বর্গকিলোমিটারের বেশি এলাকা দখলমুক্ত করতে সক্ষম হওয়ার কথা জানান।