জনগণকে বিনা মূল্যে সানস্ক্রিন দেবে নেদারল্যান্ডস সরকার

তীব্র গরমে গাছের নিচে বসে বিশ্রাম নিচ্ছেন নেদার‍ল্যান্ডসের রাজধানী আমস্টারডামের কয়েক অধিবাসী। ২০১৯ সালের ২৫ জুলাই তোলা
ছবি: রয়টার্স

ইউরোপের দেশ নেদারল্যান্ডসে ত্বকের ক্যানসারের রোগী দিন দিন বাড়ছে। এ সংখ্যা কমিয়ে আনতে অভিনব এক পরিকল্পনা করেছে দেশটির সরকার। নেদারল্যান্ডস সরকারের পক্ষ থেকে দেশটির জনগণকে বিনা মূল্যে সানস্ক্রিন দেওয়া হবে। ফলে সরাসরি সূর্যের আলোর সংস্পর্শে এলেও ত্বকের ক্যানসারের ঝুঁকি অনেকটাই কমিয়ে আনা যাবে বলে মনে করা হচ্ছে।

নেদারল্যান্ডসের সরকারি সূত্রে জানা গেছে, এবারের গ্রীষ্মে দেশটির সব শিক্ষাপ্রতিষ্ঠান, পার্ক, খেলাধুলা আয়োজনের কেন্দ্র, উৎসবস্থল প্রভৃতি জায়গায় সাধারণ মানুষের মধ্যে সানস্ক্রিন বিতরণ করা হবে।

দেশটির সরকার মনে করছে, নেদারল্যান্ডসের মানুষ সরাসরি সূর্যের আলো থেকে সুরক্ষাপ্রাপ্তির নিশ্চয়তা পেতে চায়। আর এ সুরক্ষা নিশ্চিত করার উদ্দেশ্যে বিনা মূল্যে সানস্ক্রিন বিতরণের উদ্যোগ নেওয়া হচ্ছে। কেউ যাতে অর্থনৈতিক কারণে এ সুরক্ষা থেকে বঞ্চিত না হন, সেটা নিশ্চিত করা এ উদ্যোগের অন্যতম লক্ষ্য।

স্থানীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, দেশটির একজন চর্মরোগবিশেষজ্ঞ প্রথম এ ধরনের উদ্যোগ নেওয়ার কথা সামনে আনেন। তাঁর মতে, করোনা মহামারির সময় সাধারণ মানুষকে যেভাবে স্যানিটাইজার দেওয়া হয়েছিল, সেভাবে ত্বকের ক্যানসার প্রতিরোধে সানস্ক্রিন দেওয়া উচিত।

নেদারল্যান্ডসের একটি রিসোর্টের উপদেষ্টা জাকো নাপে বলেন, একদম ছোটবেলা থেকে শিশুদের সানস্ক্রিন ব্যবহার করানো উচিত। তাহলে শিশুরা এ বিষয়ে অভ্যস্ত হয়ে উঠবে। সানস্ক্রিন ব্যবহারে অভ্যাসে পরিণত হবে।

দুই দশক ধরে পুরো ইউরোপে ত্বকের ক্যানসার মারাত্মকভাবে ছড়িয়ে পড়েছে। বিশেষত মধ্য ইউরোপের যেসব দেশে গ্রীষ্মে তাপমাত্রা অনেকটা বেড়ে যায়, সেসব দেশে এ সমস্যা প্রকট। ত্বকের ক্যানসারের পেছনে সূর্যের অতিবেগুনি রশ্মির সরাসরি সংস্পর্শে আসাকে দায়ী করেন চিকিৎসকেরা।

এ ক্যানসারে আক্রান্ত হওয়ার কারণে ত্বকের নির্দিষ্ট অংশের রং বদলে যায়। এমন পরিস্থিতিতে বিশেষজ্ঞদের মত, সানস্ক্রিনকে কোনোভাবেই প্রসাধনী হিসেবে বিবেচনা করা উচিত নয়। বরং একে ক্যানসারের কবল থেকে ত্বক রক্ষাকারী গুরুত্বপূর্ণ অনুষঙ্গ হিসেবে বিবেচনা করতে হবে।