কিয়েভে কারিগরি স্কুলে রুশ ড্রোন হামলা, নিহত ৩

সাম্প্রতিক সময়ে রুশবাহিনী ইউক্রেনের বিভিন্ন স্থাপনা লক্ষ্য করে আকাশপথে হামলা জোরদার করেছে
ফাইল ছবি: রয়টার্স

ইউক্রেনের রাজধানী কিয়েভ থেকে ৫০ মাইল দক্ষিণে একটি কারিগরি বিদ্যালয়ে ড্রোন হামলা চালানো হয়েছে। এতে নিহত হয়েছেন তিনজন। আহত হয়েছেন আরও অন্তত দুজন।

গতকাল বুধবার ইউক্রেনের জাতীয় জরুরি সেবা সংস্থা এক টেলিগ্রাম পোস্টে এ হামলার কথা জানিয়েছে। ইউক্রেনের অভিযোগ, রাতের বেলা রুশবাহিনী এ হামলা চালিয়েছে। টেলিগ্রাম পোস্টে বলা হয়েছে, রুশ ড্রোন হামলার পর ধ্বংসস্তূপ থেকে একজনকে উদ্ধার করা হয়েছে। আরও অন্তত চারজন ধ্বংসস্তূপের নিচে আটকা পড়েছেন।

ধ্বংসস্তূপের একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেছে ইউক্রেনের জাতীয় জরুরি সেবা সংস্থা। এতে দেখা গেছে, হামলায় বিদ্যালয়টির দুটি ভবন আংশিক ধ্বংস হয়ে গেছে। এর একটিতে শিক্ষার্থীরা থাকত। অন্যটি পড়াশোনার কাজে ব্যবহার হতো।

এদিকে কিয়েভের সামরিক প্রশাসনের দেওয়া তথ্য অনুযায়ী, রুশ ড্রোন হামলার এ ঘটনায় নিহত মানুষের সংখ্যা তিন। আহত হয়েছেন আরও অন্তত সাতজন। তবে হতাহতদের নাম–পরিচয় প্রকাশ করা হয়নি।

গত বছরের ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে সর্বাত্মক হামলা শুরু করে রাশিয়া। সাম্প্রতিক সময়ে রুশবাহিনী ইউক্রেনের বিভিন্ন স্থাপনা লক্ষ্য করে আকাশপথে হামলা জোরদার করেছে। বিশেষত ইউক্রেনের জ্বালানি সরবরাহ স্থাপনায় একের পর এক ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালাচ্ছে মস্কো।

তবে ইউক্রেনের অভিযোগ, বিভিন্ন সময় বেসামরিক স্থাপনায় হামলা চালিয়ে সাধারণ মানুষদেরও লক্ষ্যবস্তু বানানো হচ্ছে।