লিমানে পড়ে আছে রুশ সেনাদের মরদেহ

ইউক্রেনীয় বাহিনীর প্রবল প্রতিরোধের মুখে দোনেৎস্কের লিমান শহর থেকে পিছু হটেছে রুশ বাহিনী
ছবি: রয়টার্স

ইউক্রেনের পূর্বাঞ্চলীয় একটি শহরে রুশ সেনাদের মরদেহ পড়ে থাকতে দেখা গেছে। ইউক্রেনীয় বাহিনীর পাল্টা আক্রমণের মুখে সম্প্রতি ওই শহর ছেড়ে যেতে বাধ্য হয় রুশ বাহিনী। কয়েক দিন ধরে সেখানে হয়েছে তুমুল সংঘর্ষ। তবে ইউক্রেনের সেনারা শহরটি থেকে সহযোদ্ধাদের মরদেহ সরালেও পড়ে আছে রুশ সেনাদের মরদেহ। খবর আল-জাজিরার।

ইউক্রেনের ওই শহরের নাম লিমান। যুদ্ধের অস্ত্র-সরঞ্জাম সরবরাহ ও পরিবহনকেন্দ্র হিসেবে পরিচিত লিমানের অবস্থান ইউক্রেনের দোনেৎস্ক অঞ্চলে। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন দোনেৎস্কসহ ইউক্রেনের চারটি অঞ্চলকে রাশিয়ায় অন্তর্ভুক্তির ঘোষণা দেওয়ার পরদিন শহরটি দখলে নেন ইউক্রেনের সেনারা।

পুতিন যখন ইউক্রেনের চার অঞ্চলকে রাশিয়ায় অন্তর্ভুক্ত করার ঘোষণা দিচ্ছিলেন, তখন লিমানে রুশ বাহিনীকে ঘিরে ফেলে ইউক্রেনীয় বাহিনী। এ পরিস্থিতিতে গত শনিবার রুশ বাহিনী শহরটি থেকে পিছু হটে। শহরটিতে পুনরায় নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করায় এখন রাশিয়ার দখলকৃত এলাকায় ইউক্রেনের হামলা চালানো সহজ হবে।

ইউক্রেনীয় বাহিনীর সঙ্গে রুশ বাহিনীর তুমুল সংঘর্ষের সময়ে লিমানের বাসিন্দারা বিভিন্ন ভবনের মাটির নিচের কুঠুরিতে আশ্রয় নেন। এখন বাসিন্দারা আবার যার যার বাড়িঘরে ফিরতে শুরু করেছেন। গত ২৪ ফেব্রুয়ারি রুশ বাহিনী ইউক্রেনে হামলা শুরু করে। এরপর মে থেকে লিমান শহরে পানি, বিদ্যুৎ ও গ্যাস কিছুই নেই।

লিমানে যুদ্ধরত ইউক্রেনের এক সেনা বলছেন, ‘আমরা আমাদের মাতৃভূমি ও আমাদের সন্তানদের জন্য লড়ছি, যেন আমাদের দেশের মানুষ নির্ভয়ে জীবন যাপন করতে পারে।’