ইউক্রেনকে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র ব্যবস্থা দেওয়ার পরিকল্পনা চূড়ান্ত করছে যুক্তরাষ্ট্র

ছবি: রয়টার্স

ইউক্রেনের জন্য অত্যাধুনিক প্যাট্রিয়ট আকাশ প্রতিরক্ষাব্যবস্থা পাঠাতে পরিকল্পনা চূড়ান্ত করছে যুক্তরাষ্ট্র। কিয়েভের পক্ষ থেকে জরুরি ভিত্তিতে অনুরোধ করার পর এমন সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। খবর আল–জাজিরার।

গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে হামলা শুরু করে রাশিয়া। সম্প্রতি ইউক্রেনের জ্বালানি অবকাঠামোর ওপর রাশিয়ার ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় দেশটির লাখো মানুষকে বিদ্যুৎবিহীন অবস্থায় কাটাতে হচ্ছে। বিদ্যুৎ না থাকায় প্রচণ্ড ঠান্ডার মধ্যেও ঘর উষ্ণ রাখার ব্যবস্থা সচল রাখতে পারছে না তারা। রাশিয়ার ক্ষেপণাস্ত্র ও ড্রোন ভূপাতিত করতে ইউক্রেন মিত্রদেশগুলোর কাছে অত্যাধুনিক যুদ্ধ সরঞ্জাম চেয়ে আসছে। এমনই একটি অনুরোধে সাড়া দিয়ে যুক্তরাষ্ট্র কিয়েভকে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র প্রতিরোধব্যবস্থা সরবরাহের ঘোষণা দিতে যাচ্ছে।

যুক্তরাষ্ট্রের সরকারি কর্মকর্তাদের বরাতে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, আগামীকাল বৃহস্পতিবার নাগাদ ওয়াশিংটন এ–সংক্রান্ত ঘোষণা দিতে পারে।

সবশেষ গত সোমবারও ইউক্রেনীয় প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি তাঁর দেশের জন্য আরও অত্যাধুনিক অস্ত্র সরবরাহ করতে পশ্চিমা নেতাদের চাপ দিয়েছেন। ইউক্রেনকে পশ্চিমা বিশ্বের সরবরাহ করা সবচেয়ে অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র ব্যবস্থা হবে এই প্যাট্রিয়ট।

মার্কিন সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্নেল এবং হোয়াইট হাউসের ইউক্রেনীয় নীতিমালা–বিষয়ক এককালীন নেতা আলেক্সান্ডার ভিন্দামান বলেন, প্যাট্রিয়ট আকাশ প্রতিরক্ষাব্যবস্থা পাওয়াটা ইউক্রেনের জন্য ‘খুব খুব গুরুত্বপূর্ণ ভূমিকা’ রাখবে।

আরও পড়ুন

আলেক্সান্ডার ভিন্দামান মনে করেন, এ প্রতিরক্ষাব্যবস্থা যুদ্ধ ক্ষেত্রে ইউক্রেনীয়দের বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবিলায় পুরোপুরি সক্ষম হবে। তবে পেন্টাগন এ নিয়ে কোনো মন্তব্য করেনি। এ ব্যাপারে ইউক্রেনীয় কর্মকর্তাদের বক্তব্যও জানা যায়নি।

কিয়েভকে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষাব্যবস্থা দেওয়া নিয়ে সাবেক রুশ প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেভ ন্যাটোকে হুঁশিয়ার করেছেন। এ পদক্ষেপকে ক্রেমলিন উসকানি বলে বিবেচনা করতে পারে।

ইউক্রেন যুদ্ধ শুরুর পর থেকে এখন পর্যন্ত যুক্তরাষ্ট্র ইউক্রেনকে ১ হাজার ৯৩০ কোটি ডলার সমমূল্যের সামরিক সহায়তা দিয়েছে। যুক্তরাষ্ট্র মিত্রদেশগুলোর কাছ থেকে সোভিয়েত যুগের সামরিক সরঞ্জাম থেকে শুরু করে অতি অত্যাধুনিক অস্ত্রশস্ত্র সরবরাহ করছে।

মার্কিন প্রতিষ্ঠান রেথিয়নের তৈরি প্যাট্রিয়টের মতো স্থলভিত্তিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাগুলো মূলত ক্ষেপণাস্ত্র প্রতিহত করার জন্য ব্যবহৃত হয়।

আরও পড়ুন

নভেম্বরে ইউক্রেন সীমান্তবর্তী পোল্যান্ডের গ্রামে ক্ষেপণাস্ত্র হামলায় দুজন নিহত হওয়ার পরপরই ইউক্রেন ও পশ্চিমা মিত্রদের পক্ষ থেকে এর জন্য রাশিয়াকে দায়ী করা হয়। এ ঘটনার পর পোল্যান্ডকে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষাব্যবস্থা পাঠানোর প্রস্তাব দেয় জার্মানি। পোলিশ প্রতিরক্ষামন্ত্রী মারিউস ব্লাসজ্যাক তখন জার্মানিকে অনুরোধ করেন, ওই ক্ষেপণাস্ত্রব্যবস্থা তাঁর দেশে না পাঠিয়ে তা যেন ইউক্রেনে পাঠানো হয়। তবে পোল্যান্ডের সে প্রস্তাব প্রত্যাখ্যান করে জার্মানি। তারা বলছে, প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র ন্যাটো জোটের সম্মিলিত প্রতিরক্ষাব্যবস্থা। এটির ব্যাপারে একা একা সিদ্ধান্ত নেওয়ার এখতিয়ার জার্মানির নেই।