পুতিন ও সি চলতি মাসেই বৈঠক করতে যাচ্ছেন

চীনা প্রেসিডেন্ট সি চিন পিং, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন
ফাইল ছবি: রয়টার্স

রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও চীনা প্রেসিডেন্ট সি চিন পিং বৈঠক করতে যাচ্ছেন। রাশিয়ার একটি দৈনিক এই তথ্য দিয়েছে। খবর রয়টার্সের

রাশিয়ার ব্যবসায়িক দৈনিক ভেদোমোস্তি আজ মঙ্গলবার জানিয়েছে, দুই নেতা চলতি মাসের শেষ দিকে বৈঠক করবেন। বৈঠকে তাঁরা ২০২২ সালের ঘটনাবলি নিয়ে আলোচনা করবেন।

আরও পড়ুন

ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ সংবাদপত্রটিকে বলেছেন, বৈঠকের তারিখ ও আলোচ্যসূচি ইতিমধ্যে ঠিক করা হয়েছে। তবে এ বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা পরে আসবে।

পুতিন প্রশাসনের ঘনিষ্ঠ একটি সূত্রের বরাত দিয়ে সংবাদপত্রটি বলেছে, দুই নেতার মধ্যে বৈঠকটি সশরীরে হওয়ার সম্ভাবনা কম।

আরও পড়ুন

বেনামি সূত্রটির বরাত দিয়ে দৈনিক ভেদোমোস্তি আরও বলেছে, বৈঠকের বিস্তারিত বিষয় নিয়ে কাজ চলছে।

গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে সামরিক অভিযান শুরু করে রাশিয়া। বিশেষ করে এই অভিযান শুরুর পর সম্পর্কের দিক দিয়ে চীনের আরও কাছাকাছি এসেছে রাশিয়া।