পুতিনের সঙ্গে বাইডেনের আলোচনা নিয়ে যা বলল হোয়াইট হাউস

ভ্লাদিমির পুতিন ও জো বাইডেন
ছবি: রয়টার্স

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের শর্তসাপেক্ষে বৈঠকে বসা নিয়ে যে আলোচনা চলছিল, তাতে পানি ঢেলে দিল হোয়াইট হাউস। তাদের পক্ষ থেকে বলা হয়েছে পুতিনের সঙ্গে এখনই আলোচনায় বসার কোনো ইচ্ছা নেই বাইডেনের। খবর এএফপির।

হোয়াইট হাউসের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জন কিরবি সাংবাদিকদের বলেন, ‘এখনই পুতিনের সঙ্গে আলোচনায় বসার কোনো ইচ্ছা বাইডেনের নেই।’

গত বৃহস্পতিবার ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল মাখোঁর সঙ্গে যৌথ সংবাদ সম্মেলনে বাইডেন বলেন, ক্রেমলিন নেতা যদি যুদ্ধ শেষ করার উপায় খুঁজতে চান, তাহলে তিনি পুতিনের সঙ্গে আলোচনা করতে ইচ্ছুক।

আরও পড়ুন

গতকাল প্রথমবারের মতো বাইডেন জনসম্মুখে পুতিনের সঙ্গে আলোচনার ইচ্ছা প্রকাশ করলেন। রাশিয়া ও ইউক্রেন যুদ্ধ ৯ মাসেরও বেশি সময় ধরে চলছে। এই যুদ্ধের কারণে বিশ্বে কূটনৈতিক ও অর্থনৈতিক সংকট তৈরি হয়েছে।

ক্রেমলিন বাইডেনের শর্তমূলক প্রস্তাবে রাজি হয়নি। রাশিয়ার মুখপাত্র দমিত্রি পেসকভ বলেছেন, পুতিন ইউক্রেন ছেড়ে যাওয়ার পরেই বাইডেনের শর্ত পূরণ হতে পারে।

হোয়াইট হাউসের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জন কিরবি বলেন, পশ্চিমারা রাশিয়ার সঙ্গে আলোচনায় বসতে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির ওপর চাপ প্রয়োগ করছে না। কারণ, ইউক্রেনের বাহিনী যুদ্ধে একের পর এক সাফল্য অর্জন করছে।

আরও পড়ুন

কিরবি আরও বলেন, মার্কিন প্রেসিডেন্ট আলোচনার সময় এখনই এমন কোনো ইঙ্গিত দেননি। কারণ, বাইডেন বরাবর চান আলোচনার ব্যাপারে সিদ্ধান্ত নেবেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। পরিস্থিতি অনুযায়ী জেলেনস্কিই এই সিদ্ধান্ত নেবেন।

কিরবি বলেন, পুতিন সঠিক কাজ করলে ও ইউক্রেনকে ছেড়ে দিলে যুদ্ধ আজই শেষ হয়ে যেতে পারে।

আরও পড়ুন