ইউক্রেনের বিভিন্ন অঞ্চলে রাতভর রাশিয়ার হামলা

ইউক্রেনের দক্ষিণাঞ্চলের যুদ্ধক্ষেত্রে একটি হোয়িৎজার কামানের কাছে দেশটির একজন সেনা সদস্য। ১৪ ফেব্রুয়ারি যুদ্ধক্ষেত্রের অজ্ঞাত স্থানের চিত্রছবি: এএফপি

ইউক্রেনের ওদেসা, দিনিপ্রোসহ বিভিন্ন অঞ্চলে আবারও ড্রোন হামলা চালিয়েছে রাশিয়া।

দেশটির আঞ্চলিক গভর্নর বলেছেন, গতকাল শুক্রবার রাতে বন্দরনগর ওদেসায় রাশিয়া টানা দ্বিতীয়বারের মতো ড্রোন হামলা চালালে একটি আবাসিক ভবন ক্ষতিগ্রস্ত হয়। হামলায় একজন নিহত ও তিনজন আহত হয়েছেন।

গত ২৪ ঘণ্টায় ইউক্রেনের বিভিন্ন অঞ্চলে রাশিয়ার হামলায় ৬ জন নিহত ও ১২ জন আহত হয়েছেন।

ওদেসার আঞ্চলিক গভর্নর ওলেহ কিপার সামাজিক যোগাযোগমাধ্যম টেলিগ্রামে জানিয়েছেন, ধ্বংসস্তূপ থেকে একজন ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে। গুরুতর আহত অবস্থায় তিনজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

কিপার সরকারি টিভিকে বলেন, প্রতিবেশীদের কাছ থেকে তাঁরা তথ্য সংগ্রহ করতে পারছেন না। এ কারণে কতটা ক্ষয়ক্ষতি হয়েছে, তা নিশ্চিতভাবে বলতে পারছেন না। তবে শেষ ইটটি সরানো পর্যন্ত উদ্ধারকাজ চলবে।

এদিকে দক্ষিণ-পূর্বের শহর দিনিপ্রোতে আবাসিক ভবনে রাশিয়ার আরেকটি ড্রোন হামলায় দুজন নিহত হয়েছেন।

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির কার্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা ওলেক্সি কুলেবা বলেছেন, দোনেৎস্ক এলাকায় হামলায় বেসামরিক এক নাগরিক নিহত হয়েছেন। হামলায় ২১টি বাড়ি, একটি স্কুল ও একটি আবাসিক ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে।

আরও পড়ুন

ইউক্রেনের বিমানবাহিনী জানিয়েছে, ৫টি অঞ্চলে রাশিয়ার ৩১টি ড্রোনের মধ্যে ২৩টি তাঁরা ভূপাতিত করেছে।

কুলেবা বলেছেন, ইউক্রেনীয়রা আরেকটি কঠিন রাত পার করেছে। শত্রুরা বিভিন্ন বসতিতে ৩৬টি ড্রোন ও ৬টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে।

দক্ষিণের সেনাবাহিনী সামাজিক যোগাযোগমাধ্যম টেলিগ্রামের একটি পোস্টে বলেছে, তারা ওদেসা অঞ্চলে রাতারাতি নয়টি ড্রোন প্রতিহত করেছে।

সামরিক বাহিনী জানিয়েছে, হামলায় ক্ষেপণাস্ত্রও ব্যবহার করা হয়েছিল; তবে তা কোনো লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারেনি।

আরও পড়ুন