লন্ডনে ডাউনিং স্ট্রিটের ফটকে গাড়ির ধাক্কা
যুক্তরাজ্যের রাজধানী লন্ডনের ডাউনিং স্ট্রিটে দেশটির প্রধানমন্ত্রীর বাসভবনের ফটকে ধাক্কা দিয়েছে একটি গাড়ি। বৃহস্পতিবার স্থানীয় সময় বিকেল সাড়ে চারটার দিকে এ ঘটনা ঘটে। এতে কেউ হতাহত হননি। তবে ওই গাড়ির চালককে গ্রেপ্তার করা হয়েছে।
এক বিবৃতিতে পুলিশ জানিয়েছে, বিকেল ৪টা ২০ মিনিটে গাড়িটি প্রধানমন্ত্রীর বাসভবনের ফটকে ধাক্কা দেয়। বেপরোয়াভাবে গাড়ি চালানোর অভিযোগে চালককে গ্রেপ্তার করেন ঘটনাস্থলে নিরাপত্তার দায়িত্বে থাকা কর্মকর্তারা। সন্দেহ করা হচ্ছে, ইচ্ছা করেই গাড়ি নিয়ে ধাক্কা দিয়েছেন চালক।
ঘটনাস্থলে ধারণ করা একটি ভিডিওতে দেখা গেছে, সাদা রঙের একটি গাড়ি প্রধানমন্ত্রীর বাসভবনের এলাকা দিয়ে ধীরগতিতে যাচ্ছে। পরে সেটি ফুটপাতে উঠে যায় এবং বাসভবনের ফটকে ধাক্কা দিয়ে থেমে যায়। অপর একটি ভিডিওতে দেখা যায়, গাড়িটি ঘিরে রেখেছেন পুলিশ সদস্যরা।
যুক্তরাজ্যের পার্লামেন্ট ভবনের কাছেই ডাউনিং স্ট্রিট। গুরুত্বপূর্ণ সব সরকারি ভবন থাকায় সব সময় কড়া নিরাপত্তা থাকে এই এলাকায়। বিশেষ করে ১৯৮৯ সালে লন্ডনে বোমা হামলার ঘটনার পর ডাউনিং স্ট্রিটের প্রবেশপথে বিশাল ফটক স্থাপন করা হয়। পরে ১৯৯১ সালে প্রধানমন্ত্রীর বাসভবনে মর্টার হামলার ঘটনা ঘটে।