কিয়েভে 'কামিকাজ’ ড্রোনে হামলা চালাচ্ছে রাশিয়া: বলছে ইউক্রেন

হামলার পর কিয়েভের একটি ভবন থেকে ধোঁয়ার কুণ্ডলী উঠছে
ছবি: এএফপি

ইউক্রেনের রাজধানী কিয়েভের কেন্দ্রীয় শেভচেনকিভস্কি এলাকায় আজ সোমবার সকালে দফায় দফায় বিস্ফোরণ হয়েছে। খবর রয়টার্সের।

এক সপ্তাহে দ্বিতীয়বারের মতো এলাকাটি বিস্ফোরণে কেঁপে উঠল। কিয়েভের মেয়র ভিতালি ক্লিৎসকো বলেছেন, একাধিক বিস্ফোরণে কয়েকটি আবাসিক ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। এ ছাড়া একটি অনাবাসিক ভবনে আগুন ধরে যায়।

এদিকে বিবিসির খবরে বলা হয়েছে, রুশ বাহিনী কিয়েভে 'কামিকাজ’ ড্রোন দিয়ে হামলা চালাচ্ছে বলে জানিয়েছে ইউক্রেন। দেশটির কর্মকর্তারা বলছেন ইরান-নির্মিত শহীদ ‘কামিকাজ’ ড্রোনে হামলা চালিয়েছে রাশিয়া।

আরও পড়ুন

টেলিগ্রামে কিয়েভের মেয়র বলেন, এটা ড্রোন হামলা ছিল। উদ্ধারকারী ব্যক্তিরা ঘটনাস্থলে রয়েছেন।
ইউক্রেনের প্রেসিডেন্টের চিফ অব স্টাফ আন্দ্রি ইয়েরমাক বলেন, কথিত আত্মঘাতী ড্রোন ব্যবহার করে এসব হামলা চালানো হয়েছে।

বিস্ফোরণের ঘটনায় কারও হতাহত হওয়ার খবর তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

শেভচেনকিভস্কি একটি ব্যস্ততম এলাকা। কার্চ সেতুতে বিস্ফোরণের জন্য কিয়েভকে দায়ী করে গত সোমবার ইউক্রেনের বিভিন্ন শহরে বড় ধরনের হামলা চালায় রাশিয়া। সে সময় কিয়েভের শেভচেনকিভস্কিতেও হামলা হয়।

আরও পড়ুন
আরও পড়ুন

সাম্প্রতিক সপ্তাহগুলোয় রাশিয়া ইরানের তৈরি ‘শাহেদ-১৩৬’ ড্রোন ব্যবহার করে হামলা চালাচ্ছে বলে অভিযোগ করে আসছে ইউক্রেন। রাশিয়াকে এসব ড্রোন সরবরাহের কথা অস্বীকার করেছে ইরান। তবে এ ব্যাপারে ক্রেমলিন কোনো মন্তব্য করেনি।