ডায়ানার মৃত্যুর পর একবারই কাঁদতে পেরেছেন হ্যারি

ছোট্ট প্রিন্স হ্যারির সঙ্গে ডায়ানাছবি: রয়টার্স

১৯৯৭ সালে মা ডায়ানা প্রিন্সেস অব ওয়েলসের মৃত্যুর পর মাত্র একবার কাঁদতে পেরেছিলেন প্রিন্স হ্যারি। আত্মজীবনী ‘স্পেয়ার’ প্রকাশ উপলক্ষে দেওয়া নতুন এক সাক্ষাৎকারে এ কথা বলেছেন তিনি। খবর বিবিসির।

ওই সাক্ষাৎকারে ব্রিটিশ সম্প্রচারমাধ্যম আইটিভির সাংবাদিক টম ব্র্যাডবিকে হ্যারি বলেন, জনসম্মুখে শোক প্রকাশের সুযোগ তাঁদের ছিল না। যখন তাঁর মাকে সমাহিত করা হয়, তখন তিনি একবারই কাঁদতে পেরেছিলেন।

ডিউক অব সাসেক্স আরও বলেন, কেনসিংটন প্যালেসে ফুল ছড়ানো রাস্তায় ভিড়ের মধ্যে হাঁটার সময় তিনি নিজেকে অপরাধী ভাবছিলেন।

আত্মজীবনী ‘স্পেয়ার’জুড়ে প্রিন্স হ্যারি তাঁর জীবনে মা ডায়ানা না থাকার কষ্টের কথা বলেছেন।

আরও পড়ুন

‘স্পেয়ার’ ১০ জানুয়ারি পর্যন্ত প্রকাশিত হওয়ার কথা ছিল না। বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, স্পেনে বইটির কিছু কপি আগেই বিক্রি হয়ে যাওয়ার পর বইয়ের মূল বিষয় ফাঁস হয়ে যায়। বিবিসি নিউজ এ বইয়ের একটি কপি পেয়েছে এবং অনুবাদ করেছে।

আইটিভিকে দেওয়া সাক্ষাৎকারটি আজ সন্ধ্যায় সম্প্রচার হওয়ার কথা। প্রিন্স হ্যারি বলেছেন, ১৯৯৭ সালের আগস্ট মাসে প্যারিসে গাড়ি দুর্ঘটনায় তাঁর মায়ের মৃত্যুর কয়েক দিন পর ভাইয়ের সঙ্গে তিনি শেষকৃত্যের ফুটেজটি দেখেছিলেন।

হ্যারি বলেন, আমি সমাহিত করার স্থানে মাত্র একবার কেঁদেছিলাম। ‘স্পেয়ার’ বইতে এ নিয়ে বিস্তারিত আছে বলেন তিনি। কেনসিংটন প্যালেসের বাইরে হাঁটার সময় অদ্ভুত অনুভূতি হচ্ছিল এবং অপরাধবোধ হচ্ছিল, বলেন হ্যারি। তাঁর ধারণা উইলিয়ামেরও সে সময় একই অনুভূতি হচ্ছিল।

আরও পড়ুন
মায়ের সঙ্গে হ্যারি
ছবি: রয়টার্স

প্রিন্স হ্যারি আরও বলেন, ‘আমাদের মায়ের কাছে ৫০ হাজার ফুলের তোড়া ছিল। আমরা সেখানে মানুষের সঙ্গে হাত মেলাচ্ছিলাম। হাসছিলাম...।’ তিনি আরও বলেন, ‘যাদের সঙ্গে হাত মেলাচ্ছিলাম, তাদের হাত ভেজা ছিল। আসলে চোখের পানিতে তাদের হাত ভিজে গিয়েছিল।’

প্রিন্স হ্যারি আরও বলেন, ‘সবাই আমার মায়ের কাছের মানুষ ছিল। তবে আমার মায়ের সবচেয়ে কাছের দুজন, সবচেয়ে ভালোবাসার দুজন সেই মুহূর্তে কোনো আবেগ প্রকাশ করতে পারেনি।’

স্পেয়ারে হ্যারি বলেছেন, শেষকৃত্যে কীভাবে তিনি মায়ের কফিনের পেছনে পেছনে হেঁটেছিলেন। সেখানে ভিড় ছিল। আর অনেক মানুষের সামনে তিনি কাঁদতে পারেননি।

প্যারিসে যেখানে মা মারা গিয়েছিলেন, সেই দুর্ঘটনাস্থলে সুড়ঙ্গের মধ্য দিয়ে নিয়ে যাওয়ার জন্য একজন চালককে পেয়েছিলেন বলেন হ্যারি।

আরও পড়ুন
১৯৯৭ সালের আগস্ট মাসে প্যারিসে গাড়ি দুর্ঘটনায় নিহত হন ডায়ানা
ছবি: রয়টার্স

মায়ের মৃত্যুসংবাদ পাওয়ার পর হ্যারি বালমোরালে নিজের বিছানায় বসে পড়েছিলেন। তবে সে সময় বাবা তাঁকে জড়িয়ে ধরেননি। কোনো সান্ত্বনাও দেননি।

স্পেয়ারে হ্যারি বলেছেন, ভাই উইলিয়াম তাঁকে শারীরিকভাবে আঘাত করেছিল। হ্যারি কীভাবে মাদকাসক্ত হয়েছিলেন। আফগানিস্তানে ২৫ তালেবানকে হত্যা করেছিলেন। এই বই নিয়ে কোনো মন্তব্য করতে রাজি হয়নি কেনসিংটন প্যালেস ও বাকিংহাম প্যালেস।

২০২০ সালে দ্য ডিউক ও ডাচেস অব সাসেক্স ঘোষণা দেন, তাঁরা রাজ দায়িত্ব থেকে সরে দাঁড়িয়েছেন। তাঁরা অর্থনৈতিকভাবে স্বাধীন হতে চান বলে ঘোষণা দেন।

গত বছরের ফেব্রুয়ারি মাসে হ্যারি ও মেগান অপরাহ উইনফ্রের সঙ্গে কথা বলেন। রাজপরিবারের সদস্যদের সঙ্গে খারাপ সম্পর্কের কথা জানান তিনি। গত মাসে হ্যারি ও মেগানকে নিয়ে নেটফ্লিক্সের ডকুমেন্টারি সিরিজ প্রচারিত হয়।

আরও পড়ুন