ফরাসি বিমানবন্দরের নাম প্রয়াত রানি এলিজাবেথের নামে রাখা হচ্ছে

যুক্তরাজ্যের প্রয়াত রানি দ্বিতীয় এলিজাবেথ
ফাইল ছবি: রয়টার্স

ফ্রান্সের একটি বিমানবন্দরের নাম পরিবর্তন করা হচ্ছে। যুক্তরাজ্যের প্রয়াত রানি দ্বিতীয় এলিজাবেথের প্রতি সম্মান দেখিয়ে তাঁর নামে বিমানবন্দরটির নামকরণ করা হচ্ছে। ফরাসি কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন।

বিমানবন্দরটি ফ্রান্সের উত্তরাঞ্চলীয় লে টুকেট শহরে অবস্থিত। প্রয়াত রানির নামে বিমানবন্দরটির নামকরণের বিষয়ে গত সোমবার যুক্তরাজ্যের রাজার কাছ থেকে সম্মতি পাওয়া গেছে বলে নিশ্চিত করেছে শহর কর্তৃপক্ষ।

বিমানবন্দরটির বর্তমান নাম ‘লে টুকেট-প্যারিস-প্লেজ আন্তর্জাতিক বিমানবন্দর’। নতুন নাম হচ্ছে ‘এলিজাবেথ দ্বিতীয় লে টুকেট-প্যারিস-প্লেজ আন্তর্জাতিক বিমানবন্দর’।

নতুন নামকরণের পর বিমানবন্দরটি কবে উদ্বোধন করা হবে, সেই দিনক্ষণ এখনো ঠিক করা হয়নি।

গত বছরের ৮ সেপ্টেম্বর যুক্তরাজ্যের রানি দ্বিতীয় এলিজাবেথ ৯৬ বছর বয়সে মারা যান। তাঁর মৃত্যুর ছয় দিন পর ব্রিটিশ রাজার কাছে বিমানবন্দরের নামকরণসংক্রান্ত একটি প্রস্তাব দেওয়া হয়। এখন এ বিষয়ে যুক্তরাজ্যের রাজার অনুমতি পাওয়া গেল।

যুক্তরাজ্যের বর্তমান রাজা তৃতীয় চার্লস। তাঁর মা প্রয়াত রানি দ্বিতীয় এলিজাবেথ। ফ্রান্সের লে টুকেট শহর কর্তৃপক্ষ বলেছে, রাজা তৃতীয় চার্লস লে টুকেটের মেয়রের প্রস্তাব গ্রহণ করেছেন।

গত শতকের ত্রিশের দশকে ব্রিটিশদের স্বাগত জানাতে ফ্রান্সের উপকূলীয় শহরটিতে বিমানবন্দরটি করা হয়। অবকাশযাপনের এ শহরে কখনো কখনো দ্বিতীয় এলিজাবেথ বেড়াতে গিয়েছিলেন। তবে তখন তিনি রানি ছিলেন না। ফ্রান্সের বর্তমান প্রেসিডেন্ট এমানুয়েল মাখোঁ ও ফার্স্ট লেডি ব্রিজিত মাখোঁ এখানে ছুটি কাটান।

কর্তৃপক্ষের প্রত্যাশা, বিমানবন্দরের নতুন নামকরণ শহরটির সঙ্গে যুক্তরাজ্যের সম্পর্ক আরও জোরালো করবে।