গ্রিক উপকূলে নৌকাডুবিতে ১৫ অভিবাসীর মৃত্যু

গ্রিস উপকূলে অভিবাসীবাহী নৌকা
ফাইল ছবি রয়টার্স

গ্রিক উপকূলে আজ বৃহস্পতিবার নৌকাডুবিতে অন্তত ১৫ অভিবাসীর মরদেহ উদ্ধার করেছে দেশটির কোস্টগার্ড। মধ্য এজিয়ান সাগরের গ্রিক দ্বীপ লেসবস উপকূলে অভিবাসীদের বহনকারী নৌকাডুবির ঘটনায় এ প্রাণহানির ঘটনা ঘটেছে। তুরস্কের উপকূলের কাছে লেসবস দ্বীপের পূর্বদিকে নৌকাটি ডুবে যায়।

তুরস্কের পেলোপনিস উপদ্বীপের দক্ষিণে দ্বিতীয় নৌকাটি ডুবে গেছে। তবে এখনো পর্যন্ত কোনো মৃত্যুর খবর পাওয়া যায়নি।

গ্রিসের কোস্টগার্ডের মুখপাত্র নিকস কোকলাস বলেছেন, লেববস ডুবে যাওয়া একটি নৌকায় ৪০ জন আরোহী ছিলেন। ১৫ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এরা সবাই আফ্রিকার। ৯ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। বাকি ১৬ জনের খোঁজ মিলছে না।