লিথুয়ানিয়াতে নাভালনির দীর্ঘদিনের সহযোগী ভলকভকে হাতুড়িপেটা

অ্যালেক্সি নাভালনির দীর্ঘদিনের সহযোগী লিওনিড ভলকভছবি: রয়টার্স ফাইল ছবি

রাশিয়ার প্রয়াত বিরোধী নেতা অ্যালেক্সি নাভালনির দীর্ঘদিনের সহযোগী লিওনিড ভলকভের ওপর হামলা হয়েছে। লিথুয়ানিয়াতে নিজ বাড়ির বাইরে হামলার শিকার হন তিনি।

নাভালনির মুখপাত্র কিরা ইয়ারমিশ বলেন, গতকাল মঙ্গলবার রাতে ভিলনিয়াস এলাকায় ভলকভকে হাতুড়ি দিয়ে আঘাত করা হয়েছে। তাঁর ওপর কাঁদানে গ্যাস ছোড়া হয়েছে। ঘটনার সময় তিনি একটি গাড়িতে ছিলেন।

অভিযুক্ত হামলাকারীর পরিচয় কী, হামলার উদ্দেশ্যই বা কী ছিল তা জানা যায়নি।
বার্তা সংস্থা রয়টার্স বলছে, লিথুয়ানিয়ার পুলিশ এ ঘটনা নিয়ে তদন্ত করছে।

নাভালনির দলের আরেক সদস্য ইভান জাদানভ সামাজিক যোগাযোগমাধ্যমে ভলকভের কিছু ছবি পোস্ট করেছেন। এতে দেখা গেছে, তাঁর বাঁ পায়ের নিচের অংশ রক্তাক্ত হয়ে আছে। ছবি দেখে মনে হচ্ছে তাঁর কপালেও আঘাত লেগেছে।

দুর্বৃত্তরা চিৎকার করে কিছু বলেছে কি না, জানতে চাইলে ইভান জাদানভ বলেন, ‘সবকিছু নীরবে ঘটেছে।’ তিনি আরও বলেন, ‘এটা স্পষ্টতই রাজনৈতিক হামলা, এ নিয়ে সন্দেহ নেই।’

ভলকভের স্ত্রী বলেছেন, তাঁর স্বামী হাসপাতাল থেকে বাড়ি ফিরেছেন। তাঁর একটি হাত ভেঙে গেছে। পায়ে হাতুড়ির আঘাতের কারণে তিনি হাঁটতেও পারছেন না।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে ভলকভের স্ত্রী লিখেছেন, ‘আমরা আরও বেশি করে কাজ করে যাব। আরও বেশি ক্রোধের সঙ্গে কাজ করব।’

৪৩ বছর বয়সী ভলকভ নিজের নিরাপত্তার কথা ভেবে কয়েক বছর ধরে রাশিয়ার বাইরে বসবাস করছেন। গত মাসে নাভালনির মৃত্যুর ঘটনার আগপর্যন্ত ভলকভ তাঁর চিফ অব স্টাফ হিসেবে কাজ করেছেন।

গত বছর পর্যন্ত তিনি নাভালনির দুর্নীতিবিরোধী ফাউন্ডেশনের চেয়ারম্যান ছিলেন।রাশিয়ার ওপর থেকে কিছু নিষেধাজ্ঞা প্রত্যাহারের জন্য ইউরোপীয় ইউনিয়নের প্রতি আহ্বান জানিয়ে লেখা কয়েকটি চিঠিতে ভলকভ সই করেছিলেন। এ ঘটনা প্রকাশ হয়ে গেলে ভলকভ ফাউন্ডেশনের চেয়ারম্যান হিসেবে পদত্যাগ করেন।

গত মাসে ৪৭ বছর বয়সী অ্যালেক্সি নাভালনি রাশিয়ার আর্কটিক অঞ্চলের একটি কারাগারে মারা যান। বিভিন্ন অভিযোগে তিনি ১৯ বছরের কারাদণ্ড ভোগ করছিলেন। নাভালনির দলের পক্ষ থেকে এসব অভিযোগকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে উল্লেখ করা হয়ে থাকে। ভলকভের বিরুদ্ধেও রাশিয়ায় বেশ কিছু অভিযোগ দায়ের করা আছে।

রাশিয়ায় বসবাস না করলেও নাভালনি ও তাঁর দলের হয়ে কর্মকাণ্ড চালাতেন ভলকভ। এসব কর্মকাণ্ডের মধ্যে আছে দুর্নীতিবিরোধী অনুসন্ধান, রাশিয়ায় বিক্ষোভ ও বড় বড় ঘটনার সময় ইউটিউবে ভিডিও ও লাইভস্ট্রিম প্রকাশ করা।