পুতিন-জেলেনস্কি নন, বৈঠক দুই দেশের প্রতিনিধিদলের মধ্যে

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। ২০১৯ সালের ৯ ডিসেম্বর ফ্রান্সের রাজধানী প্যারিসে তোলাফাইল ছবি: এএফপি

ইউক্রেন যুদ্ধ নিয়ে শান্তি আলোচনা পুতিন-জেলেনস্কি নন, বৈঠক চলছে দুই দেশের প্রতিনিধিদলের মধ্যে। গতকাল বৃহস্পতিবার রাশিয়া ও ইউক্রেনের প্রতিনিধিদল তুরস্কের ইস্তাম্বুল গিয়ে পৌঁছায়। তিন বছরের মধ্যে এটি দুই দেশের মধ্যে প্রথম সরাসরি শান্তি আলোচনা। এর আগে যুদ্ধ বন্ধ নিয়ে রাশিয়ার সঙ্গে আলোচনা করতে তুরস্কে পৌঁছান ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তবে পুতিন না এসে প্রতিনিধি পাঠানোয় রাশিয়ার কঠোর সমালোচনা করেছেন তিনি।

গতকাল আঙ্কারায় পৌঁছে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের সঙ্গে বৈঠক করেছেন জেলেনস্কি। বৈঠকের আগে তিনি সাংবাদিকদের বলেন, রাশিয়া ‘লোক দেখানো’ প্রতিনিধি পাঠিয়েছে।

জেলেনস্কির এমন মন্তব্যের জবাবে রুশ কর্মকর্তারা তাঁকে ‘করুণ’ ও ‘জোকার’ বলে আখ্যা দিয়েছেন। এ ধরনের ব্যক্তিগত আক্রমণ ও কটাক্ষ শান্তি আলোচনায় অগ্রগতির সম্ভাবনা কমিয়ে দিচ্ছে। আন্তর্জাতিক মহলের চাপ সত্ত্বেও পুতিন এই বৈঠকে যোগ দিতে ইস্তাম্বুল যাননি। তাঁর বদলে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ ও পররাষ্ট্রনীতিবিষয়ক সহকারী ইউরি উশাকভ বৃহস্পতিবার সকালে ইস্তাম্বুল এসেছেন।

এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গতকাল বলেছেন, তিনি পুতিনের সঙ্গে বৈঠক না করা পর্যন্ত রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধে কোনো অগ্রগতি আশা করা যায় না। কাতার থেকে সংযুক্ত আরব আমিরাত যাওয়ার সময় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টকে বহনকারী উড়োজাহাজ এয়ার ফোর্স ওয়ানে সাংবাদিকদের এ কথা বলেন তিনি। ট্রাম্প বলেন, ‘আপনি পছন্দ করুন বা না করুন, আমি বিশ্বাস করি, কোনো কিছুই ঘটবে না যতক্ষণ না তিনি এবং আমি একসঙ্গে বসি।’