ইউক্রেন সীমান্তে রাশিয়ার ৪টি সামরিক বিমান ধ্বংস

ইউক্রেনের জাপোরিঝঝিয়া অঞ্চলে ফ্রন্টলাইনের কাছে রাশিয়ান সৈন্যদের দিকে রকেট ছোড়া হচ্ছে। ১২ মে ২০২৩
ছবি: রয়টার্স

ইউক্রেনের উত্তর–পূর্বাঞ্চল সীমান্তের কাছে রাশিয়ার ব্রায়ানস্ক অঞ্চলে চারটি রুশ সামরিক বিমানকে গুলি করে ভূপাতিত করা হয়েছে। রাশিয়ার একটি গণমাধ্যম কোমারস্যান্ট এ তথ্য জানায়। এই চারটির মধ্যে দুটি যুদ্ধবিমান ও দুটি সামরিক হেলিকপ্টার। এ ঘটনা নিশ্চিত হলে কিয়েভের জন্য এটি হবে একটি বড় ধরনের সামরিক অভিযান।

কোমারস্যান্ট একটি বাণিজ্যভিত্তিক দৈনিক সংবাদপত্র। পত্রিকাটি শনিবার তাদের ওয়েবসাইটে জানায়, সামরিক অভিযানের জন্য তৈরি রাশিয়ান সুখোই যুদ্ধবিমান সু-৩৪, সু-৩৫ ও দুটো মি-৮ হেলিকপ্টার অতর্কিত হামলা চালিয়ে ‘প্রায় একই সঙ্গে গুলি করে’ ধ্বংস করা হয়েছিল।

প্রাথমিক তথ্যমতে, যোদ্ধাদের ইউক্রেনের চেরনিহিভ অঞ্চলে ক্ষেপণাস্ত্র ও বোমা হামলা চালানোর কথা ছিল, আর হেলিকপ্টারগুলো তাদের সহায়তার জন্য ছিল। যেমন সুর ক্রুরা যদি গুলির শিকার হন, তাহলে তাঁদের তুলে নেওয়া।

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় তাৎক্ষণিক এ বিষয়ে কোনো মন্তব্য করেনি। ইউক্রেন থেকেও এ বিষয়ে আনুষ্ঠানিক মন্তব্য পাওয়া যায়নি। তারা সাধারণত রাশিয়ার ভূখণ্ডের মধ্যে হামলার খবরের বিষয়ে মন্তব্য করতে অস্বীকৃতি জানায়। তবে একসঙ্গে চারটি সামরিক বিমান ভূপতিত হওয়া কোনো দুর্ঘটনা হতে পারে না, এমন কথা ইউক্রেনপন্থী সামাজিক যোগাযোগমাধ্যমগুলোতে ভেসে বেড়াচ্ছে।

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির একজন জ্যেষ্ঠ উপদেষ্টা টুইট করে বলেছেন, ইউক্রেনের চেরনিহিভ অঞ্চলে  ক্ষেপণাস্ত্র-বোমা হামলা চালানোর উদ্দেশ্যে আসা রুশ সামরিক বিমানগুলো ‘অজ্ঞাত ব্যক্তিরা ধ্বংস’ করে দিয়েছে। তিনি লিখেছেন, আরও একটি অপরাধ করার আগে হত্যাকারীরাই ধ্বংস হয়ে গেছে।