রাশিয়াকে অস্ত্র দিলে উত্তর কোরিয়াকে মূল্য চোকাতে হবে, হুঁশিয়ারি যুক্তরাষ্ট্রের

জ্যাক সুলিভান
ছবি: রয়টার্স

যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভান বলেছেন, রাশিয়া ও উত্তর কোরিয়ার মধ্যে অস্ত্রসংক্রান্ত আলোচনা উল্লেখযোগ্যভাবে এগোচ্ছে। তিনি উত্তর কোরিয়াকে হুঁশিয়ার করে বলেন, দেশটি যদি ইউক্রেনে ব্যবহারের জন্য রাশিয়াকে অস্ত্র সরবরাহ করে, তবে এর জন্য মূল্য চোকাতে হবে। গতকাল মঙ্গলবার হোয়াইট হাউসে এক সংবাদ সম্মেলনে সুলিভান এ হুঁশিয়ারি দেন।  

সুলিভান বলেন, কিম আশা করেন অস্ত্রসংক্রান্ত আলোচনা চলবে। মস্কো এখন গোলাবারুদের মতো উপকরণগুলো পাওয়ার উৎস খুঁজে বেড়াচ্ছে।

সুলিভান আরও বলেন, ‘ইউক্রেনে হত্যাকাণ্ড চালাতে রাশিয়াকে অস্ত্র সরবরাহ করা হবে না বলে উত্তর কোরিয়া প্রতিশ্রুতি দিয়েছিল। তা মেনে চলার জন্য আমরা আবারও দেশটির প্রতি আহ্বান জানাচ্ছি।’

এর আগে গত সোমবার যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা পরিষদের মুখপাত্র আন্দ্রিয়েন ওয়াটসন বলেছেন, কিম ও পুতিন একে অপরের সঙ্গে দেখা করার পরিকল্পনা করছেন। নাম প্রকাশে অনিচ্ছুক  মার্কিন সূত্রের বরাতে নিউইয়র্ক টাইমস বলেছে, দ্রুতই কিম রুশ প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে দেখা করবেন।

রাশিয়া ও উত্তর কোরিয়ার সামরিক সম্পর্ক নিয়ে এর আগেও উদ্বেগ প্রকাশ করেছে যুক্তরাষ্ট্র। এ নিয়ে গত সোমবার রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শোইগু রুশ সংবাদ সংস্থা ইন্টারফ্যাক্সকে বলেন, ‘কেন নয়, তাঁরা আমাদের প্রতিবেশী। রুশ প্রবাদ হলো, প্রতিবেশী আপনি নির্বাচন করবেন না। তাই ভালো উপায় হলো, প্রতিবেশীর সঙ্গে শান্তিপূর্ণ সম্পর্ক ও আতিথেয়তা বজায় রেখে সহাবস্থান করা।’