পোল্যান্ডের গ্রামে পড়া ক্ষেপণাস্ত্র ছুড়ল কে

ইউক্রেন সীমান্তবর্তী পোল্যান্ডের পূর্বাঞ্চলীয় একটি গ্রামে এই ক্ষেপণাস্ত্র হামলার ঘটনা ঘটে
ছবি: রয়টার্স

ইউক্রেন সীমান্তবর্তী পোল্যান্ডের একটি গ্রামে ক্ষেপণাস্ত্র হামলায় দুজন নিহত হয়েছেন। বলা হচ্ছে, এ হামলার দায় রাশিয়ার, যদিও দেশটি ক্ষেপণাস্ত্র হামলার কথা অস্বীকার করেছে। পোল্যান্ডে হামলার পরপরই ইউক্রেনের পক্ষ থেকে রাশিয়াকে দায়ী করা হয়েছে। আর যে দেশে হামলা হয়েছে, সেই দেশের প্রেসিডেন্ট আন্দ্রেজ দুদাও বলেছেন, কে ক্ষেপণাস্ত্র ছুড়েছে, সে বিষয়ে কোনো ‘নিখুঁত প্রমাণ’ পাওয়া যায়নি।

এদিকে গতকাল মঙ্গলবারের এ হামলার পর জরুরি বৈঠক ডেকেছে যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন সামরিক জোট ন্যাটো এবং শিল্পোন্নত গণতান্ত্রিক দেশগুলোর জোট জি-৭। আজ বুধবার পশ্চিমা সামরিক জোট ন্যাটোর নেতাদের একটি জরুরি বৈঠকের পর মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, পোল্যান্ডে যে ক্ষেপণাস্ত্রটি পড়েছে, তা সম্ভবত রাশিয়া থেকে ছোড়া হয়নি।

এখন প্রশ্ন হচ্ছে, ক্ষেপণাস্ত্রটি তাহলে কে ছুড়ল। কারণ, এ ব্যাপারে সুনির্দিষ্ট তথ্য পাওয়া যাচ্ছে না। তবে বিস্ফোরণের স্থান থেকে পাওয়া ক্ষেপণাস্ত্রের টুকরা দেখে সামরিক বিশেষজ্ঞেরা ধারণা করছেন, এটি এস-৩০০ ক্ষেপণাস্ত্র ছিল। এই ক্ষেপণাস্ত্র রাশিয়া ও ইউক্রেন উভয় দেশই ব্যবহার করে। এর ফলে কোন দেশের ক্ষেপণাস্ত্র, তা নিয়ে অস্পষ্টতা সৃষ্টি হয়েছে।

অনেক সামরিক বিশেষজ্ঞ বলছেন, পোল্যান্ডে আঘাত হানা বস্তুটি আসলে মিসাইলের ভাঙা টুকরা। রাশিয়া গতকাল ইউক্রেনের শহরগুলোতে ক্ষেপণাস্ত্র হামলা চালায়।

আরও পড়ুন

সেগুলো আকাশে ধ্বংস করতে সক্রিয় হয়ে ওঠে ইউক্রেনের আকাশ প্রতিরক্ষাব্যবস্থা। এ রকমই একটি আকাশ প্রতিরক্ষাব্যবস্থা এস-৩০০।

আকাশে রুশ ক্ষেপাণাস্ত্রের সঙ্গে সংঘর্ষের পর সেটি হয়তো ছিটকে পোল্যান্ডে পড়েছে। সেটি গিয়ে পোল্যান্ডের ইউক্রেন সীমান্তবর্তী গ্রামে আঘাত হানে। বিবিসি, রয়টার্স ও আল জাজিরা