পারমাণবিক অস্ত্র বহনে সক্ষম সুপারসনিক বোমারু বিমানে চড়লেন পুতিন

পারমাণবিক বোমা বহনে সক্ষম টু-১৬০-এম বোমারু বিমানে চড়েন ভ্লাদিমির পুতিন
ছবি: ভিডিও থেকে নেওয়া

পারমাণবিক বোমা বহনে সক্ষম একটি উড়োজাহাজে চড়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। পরীক্ষামূলকভাবে ওই সুপারসনিক (শব্দের চেয়ে দ্রুতগতিসম্পন্ন) বোমারু বিমানটি ওড়ানো হয়। রাশিয়ার রাষ্ট্রীয় সংবাদমাধ্যমে বৃহস্পতিবার এ তথ্য জানানো হয়েছে।

রুশ গণমাধ্যমে প্রকাশিত ভিডিওতে দেখা যায়, মধ্য রাশিয়ার কাজান শহরে উড়োজাহাজ প্রস্তুতকারী একটি প্রতিষ্ঠানের রানওয়ে থেকে উড়ে যাচ্ছে টু–১৬০–এম মডেলের সুপারসনিক বোমারু বিমানটি। কিছুক্ষণ আকাশে ওড়ার পর সেটি অবতরণ করে।

ভিডিওতে পুতিনকে উড়োজাহাজটির পাশে থাকা সেনা কর্মকর্তাদের অভিবাদন জানাতে দেখা যায়।

টুপোলেভ টু–১৬০ এম বোমারু বিমানের ফ্লাইটে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন (ডানে)
ছবি: এএফপি

পরে দেখা যায়, উড়োজাহাজটি থেকে সিঁড়ি দিয়ে নেমে আসছেন তিনি। এরপর সাংবাদিকদের পুতিন বলেন, ‘এটা আসলেই নতুন একটি যন্ত্র। বিভিন্ন দিক থেকেই নতুন। এটি পরিচালনা করা আরও সহজ। বিষয়গুলো আপনি খালি চোখেও বুঝতে পারবেন।’

কৌশলগত এ বোমারু বিমানটি তৎকালীন সোভিয়েত ইউনিয়ন আমলের নকশায় তৈরি। সেটিতে ৩০ মিনিটের মতো ছিলেন পুতিন। এমন সময় তিনি বোমারু বিমানে চড়ে রাশিয়ার সামরিক শক্তি প্রদর্শন করলেন, যখন এক দিন পরেই ইউক্রেনে মস্কোর সামরিক অভিযানের দুই বছর পূর্তি হতে যাচ্ছে।

আরও পড়ুন