আইসল্যান্ডের হ্রদের তলদেশে পাওয়া গেল নিখোঁজ উড়োজাহাজ

উড়োজাহাজটি আইসল্যান্ডের থিংভাল্লাভাটন হ্রদে বিধ্বস্ত হয়
ফাইল ছবি: রয়টার্স

কয়েকজন আরোহী নিয়ে ছোট একটি উড়োজাহাজ নিখোঁজ হয়। নিখোঁজের দুই দিন পর আইসল্যান্ডের একটি হ্রদের তলদেশে উড়োজাহাজটি খুঁজে পায় দেশটির কর্তৃপক্ষ। গতকাল শনিবার আইসল্যান্ডের পুলিশ এসব তথ্য জানায়। খবর রয়টার্সের।

উড়োজাহাজটিতে তিনজন পর্যটক ও একজন পাইলট ছিলেন। সেসনা ১৭২ এন মডেলের এই পর্যটন উড়োজাহাজ গত বৃহস্পতিবার পর্যটন সফরের জন্য রওনা হয়। পরে এটি নিখোঁজ হয়।

আইসল্যান্ডের সংবাদমাধ্যম জানায়, উড়োজাহাজটিতে যে তিন পর্যটক ছিলেন, তাঁরা বেলজিয়াম, নেদারল্যান্ডস ও যুক্তরাষ্ট্রের নাগরিক।

আইসল্যান্ডের কোস্টগার্ড এক বিবৃতিতে জানিয়েছে, দেশটির রাজধানী রেইকিয়াভিক থেকে প্রায় ৪০ কিলোমিটার পূর্বে অবস্থিত থিংভাল্লাভাটন হ্রদে উড়োজাহাজটি বিধ্বস্ত হয়।

পরে একটি মনুষ্যবিহীন সাবমেরিনের সাহায্যে উড়োজাহাজটির অবস্থান শনাক্ত করা হয়।

উড়োজাহাজটি এখনো হ্রদের তলদেশ থেকে ওপরে তোলা হয়নি। এ ছাড়া এখন পর্যন্ত কোনো মরদেহও উদ্ধার করা যায়নি।

ডাচ্‌ পররাষ্ট্র মন্ত্রণালয় বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছে, উড়োজাহাজ সংস্থার পক্ষ থেকে তাদের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। তারা জানিয়েছে, বেলজিয়ামে বসবাসকারী ২৭ বছর বয়সী এক ডাচ্‌ নাগরিক উড়োজাহাজটির আরোহী ছিলেন।

আইসল্যান্ডের কোস্টগার্ডের কর্মকর্তারা তাৎক্ষণিকভাবে উড়োজাহাজটির নিখোঁজ অপর দুই পর্যটকের জাতীয়তা নিশ্চিত করতে পারেননি।