ইউক্রেন সীমান্ত থেকে ফিরলেন ১০ হাজার রুশ সেনা
ইউক্রেন সীমান্তের কাছে এক মাস ধরে দীর্ঘ মহড়ার পর স্থায়ী ঘাঁটিতে ফিরেছেন ১০ হাজারের বেশি রুশ সেনা। স্থানীয় সময় শনিবার রাশিয়ার সেনাবাহিনীর বরাত দিয়ে ইন্টারফ্যাক্স সংবাদ সংস্থা এমন তথ্য জানিয়েছে। খবর রয়টার্সের।
ইন্টারফ্যাক্স বলছে, ইউক্রেনের কাছে বেশ কয়েকটি এলাকায় এ সেনা মহড়া চলেছে। এর মধ্যে ক্রিমিয়াও রয়েছে। ২০১৪ সালে রাশিয়া ইউক্রেনের কাছ থেকে ক্রিমিয়া দখল করে। ক্রিমিয়ার পাশাপাশি রাশিয়ার দক্ষিণাঞ্চলের রস্তোভ ও কুবান এলাকায়ও সেনা মহড়া হয়েছে।
ইউক্রেন সীমান্তের কাছে উত্তর, পূর্ব ও দক্ষিণে রাশিয়ার কয়েক হাজার সেনা মোতায়েনের ঘটনায় পশ্চিমা দেশগুলো উদ্বেগ জানিয়েছে। গতকাল মার্কিন বেসরকারি প্রতিষ্ঠান ম্যাক্সার স্যাটেলাইট ইমেজে রুশ সেনাদের মহড়ার কথা জানায়। পশ্চিমা দেশগুলোর আশঙ্কা—মস্কো ইউক্রেনে হামলার পরিকল্পনা করছে।
অবশ্য পশ্চিমাদের এ রকম আশঙ্কা উড়িয়ে দিয়েছে রাশিয়া। তবে রাশিয়া বলেছে, পশ্চিমা জোটের সঙ্গে ইউক্রেনের জোটের কারণে তাদের নিরাপত্তা ঝুঁকিতে পড়ছে। এ কারণে পশ্চিমা দেশগুলো ও ন্যাটোর কাছ থেকে প্রতিশ্রুতি চেয়েছে রাশিয়া।
মস্কো আরও বলেছে, প্রয়োজন মনে করলে তারা দেশের যেকোনো জায়গায় সেনা মোতায়েন করতে পারে।
যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থার হিসাবে ইউক্রেনের কাছে রাশিয়ার সেনার সংখ্যা ৬০ হাজার থেকে বেড়ে ৯০ হাজারে পৌঁছেছে। গোয়েন্দা সংস্থার হিসাব আরও বলছে, সেনার সংখ্যা বেড়ে ১ লাখ ৭৫ হাজার হতে পারে।
ইন্টারফ্যাক্স সেনাবাহিনীর বরাত দিয়ে জানিয়েছে, ১০ হাজারের বেশি সেনা স্থায়ী ঘাঁটিতে পৌঁছেছে।
গত বৃহস্পতিবার রাতে প্রকাশিত স্যাটেলাইট ইমেজে দেখা গেছে, ২০১৪ সালে ইউক্রেনের কাছ থেকে অধিকৃত ক্রিমিয়ায় শত শত সশস্ত্র গাড়ি ও ট্যাংক টহল দিচ্ছে। অথচ অক্টোবর মাসে নেওয়া স্যাটেলাইট ইমেজে দেখা গেছে, ওই একই ঘাঁটির অর্ধেকটা ফাঁকা।