ইউক্রেনজুড়ে পড়ে আছে রুশ যুদ্ধযান

রাশিয়া ইউক্রেনে হামলা শুরু করার পর দুই মাস পেরিয়ে গেছে। এখনো পর্যন্ত রাশিয়া ইউক্রেনের রাজধানী কিয়েভের পতন ঘটাতে পারেনি। দেশটির প্রেসিডেন্ট জেলেনস্কির সরকারও ক্ষমতাচ্যুত হয়নি। উল্টো পশ্চিমা মিত্রদের অস্ত্র সহায়তায় কিয়েভের উপকণ্ঠে ইউক্রেনের সৈন্যদের তীব্র প্রতিরোধের মুখে পড়ে রুশ বাহিনী। এতে তারা সেখান থেকে সরে যেতে বাধ্য হয়। রাশিয়া ইউক্রেনে তাদের ‘বিশেষ সামরিক অভিযানের’ প্রথম পর্বের সফল সমাপ্তি ঘোষণা করেছে এবং একই সঙ্গে দ্বিতীয় অধ্যায়ের সূচনা করেছে।

দ্বিতীয় পর্বে রুশ বাহিনী ইউক্রেনের পূর্ব দিকের দনবাস অঞ্চল দখলের ওপর জোর দিচ্ছে। যুদ্ধ কত দিন চলবে, সেটা কেউই স্পষ্ট করে বলতে পারছেন না। তবে ইউক্রেনীয় সেনাদের প্রতিরোধে রুশ বাহিনীর যে ব্যাপক ক্ষয়ক্ষতির হয়েছে, সচিত্র প্রতিবেদনে তা তুলে ধরেছে বার্তা সংস্থা রয়টার্স।

কিয়েভ অঞ্চলের রুসানিভ গ্রামে ধ্বংস হওয়া রাশিয়ার একটি সাঁজোয়া যানের ধ্বংসাবশেষের সামনে দাঁড়িয়ে ছবি তুলছেন কয়েকজন। ২৫ এপ্রিল, ২০২২
রাশিয়ার হামলা শুরুর পর ইউক্রেনীয় বাহিনীর প্রতিরোধে ধ্বংসপ্রাপ্ত একটি সামরিক যানের পাশ দিয়ে সাইকেলে করে যাচ্ছেন একজন। ২৫ এপ্রিল, ২০২২
দনবাসের স্বঘোষিত প্রজাতন্ত্র দোনেৎস্ক অঞ্চলে ক্ষতিগ্রস্ত রাশিয়ান ট্যাংক টি-৭২ বিভির পাশে দাঁড়িয়ে আছেন এক ইউক্রেনীয় সেনা। ১৩ এপ্রিল, ২০২২
খারকিভের মালা রোহান গ্রামের উপকণ্ঠে ইউক্রেনের এক সৈন্য ভূপাতিত করা রাশিয়ার একটি হেলিকপ্টারের দিকে এগিয়ে যাচ্ছেন। ২০ এপ্রিল ২০২২
সড়কের পাশে পড়ে থাকা একটি রুশ সাঁজোয়া যানের পাশ দিয়ে ট্যাংক নিয়ে যাচ্ছেন ইউক্রেনের সেনা। খারকিভের হুসারিভকা গ্রাম। ১৪ এপ্রিল, ২০২২
একজন ইউক্রেনীয় সৈন্য দেশটির খারকিভ অঞ্চলের মালা রোহান গ্রামের উপকণ্ঠে একটি ধ্বংস হওয়া রাশিয়ার ট্যাংকে লাফ দিচ্ছেন। ২০ এপ্রিল, ২০২২
ইউক্রেনের রাজধানী কিয়েভের অদূরে পড়ে থাকা রাশিয়ার একটি অচল ট্যাংকের ব্যবহার উপযোগী যন্ত্রাংশের খোঁজ করছেন কয়েকজন। ২০ এপ্রিল ২০২২
ইউক্রেনে সুমি অঞ্চলে ট্রসিয়ানেটসে দুই দেশের সেনাদের লড়াই চলাকালে ক্ষতিগ্রস্ত রাশিয়ার একটি আর্টিলারি ট্যাংক পড়ে থাকতে দেখা যাচ্ছে। ১৫ এপ্রিল, ২০২২
ইউক্রেনের রাজধানী অঞ্চল কিয়েভে তেটেরিভকা গ্রামে ধ্বংস হওয়া রুশ সাঁজোয়া যানের পাশে দাঁড়িয়ে আছেন স্থানীয় বাসিন্দা ওলেক্সি। ১৪ এপ্রিল, ২০২২
ইউক্রেনের সুমি অঞ্চলের ট্রসিয়ানেটসে একটি ধ্বংসপ্রাপ্ত রাশিয়ান সাঁজোয়া যানের পাশ দিয়ে হেঁটে যাচ্ছেন ২৯ বছর বয়সী দিমিত্র। ১৫ এপ্রিল, ২০২২
‘জেড’ চিহ্ন–সংবলিত রুশ বাহিনীর একটি বিমান–বিধ্বংসী ক্ষেপণাস্ত্র ব্যবস্থা ধ্বংস হয়ে পড়ে আছে খারকিভ অঞ্চলের হুসারিভকা গ্রামে। ১৪ এপ্রিল, ২০২২