ইতালিতে করোনায় আরও ৩৯ মৃত্যু, শনাক্ত ৩৮৮২

ইতালিতে করোনাভাইরাসে নতুন করে শনাক্ত ও মৃত্যুর সংখ্যা বেড়েছে
ফাইল ছবি: রয়টার্স

ইতালিতে করোনাভাইরাসে নতুন করে শনাক্ত ও মৃত্যুর সংখ্যা বেড়েছে। গতকাল শুক্রবার দেশটিতে করোনায় আক্রান্ত আরও ৩৯ জন মারা গেছেন। এর আগের দিন ভাইরাসটির সংক্রমণে ৩৬ জনের মৃত্যুর কথা জানিয়েছিল দেশটির কর্তৃপক্ষ। বার্তা সংস্থা রয়টার্সের আজ শনিবারের প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।

ইতালির স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, দেশে নতুন করে ৩ হাজার ৮৮২ জনের করোনা শনাক্ত হয়েছে। এক দিন আগে করোনা শনাক্ত হয় ৩ হাজার ৭৯৪ জনের।

গত বছরের ফেব্রুয়ারি মাসে ইতালিতে করোনার প্রাদুর্ভাব শনাক্ত হয়। এরপর এ ভাইরাসে সংক্রমিত হয়ে দেশটিতে ১ লাখ ৩১ হাজার ৭৬৩ জনের মৃত্যু হয়েছে।

রয়টার্সের হিসাব অনুযায়ী, ইউরোপে যুক্তরাজ্যের পর করোনায় সর্বোচ্চ মৃত্যু দেখেছে ইতালি। এ ছাড়া বিশ্বে করোনায় প্রাণহানিতে ইতালি রয়েছে নবম স্থানে

ইতালির স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেওয়া হিসাব অনুযায়ী, এখন পর্যন্ত দেশটিতে ৪০ লাখ ৭৩ হাজারের বেশি মানুষের দেহে করোনার সংক্রমণ শনাক্ত হয়েছে।