ওদেসায় আবাসিক ভবনে ক্ষেপণাস্ত্র হামলায় নিহত ১৪: ইউক্রেন

ওদেসা এলাকা
ফাইল ছবি, ছবি: রয়টার্স

ইউক্রেন সরকার বলেছে, কৃষ্ণসাগর তীরবর্তী ওদেসা বন্দরের কাছে ৯ তলা আবাসিক একটি ভবনে রুশ ক্ষেপণাস্ত্র হামলায় কমপক্ষে ১৪ জন নিহত হয়েছে। স্থানীয় সময় গতকাল বৃহস্পতিবার দিবাগত রাতে হওয়া এ হামলায় আহত হয়েছে ৩০ জন।

ইউক্রেনের জরুরি ব্যবস্থাবিষয়ক মন্ত্রণালয়ের বরাতে বার্তা সংস্থা রয়টার্স এসব তথ্য জানিয়েছে।

ইউক্রেনের জরুরি ব্যবস্থাবিষয়ক মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, বিলহোরোদ-দিনিসত্রোভস্কি শহরের একটি আবাসিক ভবনে ক্ষেপণাস্ত্র হামলা হয়।

এতে পাশের একটি ভবনেও আগুন ধরে যায়। ভবনটিকে গুদাম হিসেবে ব্যবহার করা হচ্ছিল।

ওদেসার আঞ্চলিক প্রশাসনের মুখপাত্র সেরহি ব্রাতচুক ইউক্রেনের রাষ্ট্রীয় টেলিভিশনকে বলেন, ঘটনাস্থলে উদ্ধার অভিযান চলছে। ভবনের একটি অংশ ধসে পড়ায় কিছুসংখ্যক মানুষ ধ্বংসস্তূপের নিচে চাপা পড়েছে।

ব্রাতচুক আরও বলেন, একটি রিসোর্টে আলাদা ক্ষেপণাস্ত্র হামলার ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছে। রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, এসব ঘটনার সত্যতা সম্পর্কে নিশ্চিত হতে পারেনি তারা।