করোনা নিয়ে প্রবাসীদের হয়রানি বন্ধ করার আহ্বান

ছবি: রয়টার্স
ছবি: রয়টার্স

বাংলাদেশে ফিরে যাওয়া প্রবাসী ও অভিবাসীদের হয়রানি না করার জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন ইউরোপে অবস্থিত রাজনীতি, ব্যবসায়ী নেতা, সাংবাদিকসহ ১০ জন বিশিষ্টজন। গতকাল শনিবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তারা এ আহ্বান জানান।

যৌথ বিবৃতিটিতে স্বাক্ষরকারীরা হলেন ইউরোপীয় বাংলাদেশ ফোরাম (ইবিএফ) এর সভাপতি আনসার আহমেদ উল্লাহ (যুক্তরাজ্য,) বাসুগের চেয়ারম্যান বিকাশ চৌধুরী (নেদারল্যান্ডস), সমাজকর্মী ও সাংবাদিক হাবিব বাবুল (জার্মানি), লেখক ও গবেষক মুরাদ খান (ফিনল্যান্ড), নেদারল্যান্ডস আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমএমআর মনোয়ার প্রমুখ।

বিবৃতিতে বলা হয়, বাংলাদেশে ফিরে যাওয়া প্রবাসী ও অভিবাসীরা হয়রানির শিকার হচ্ছেন। এই সব প্রবাসী ও অভিবাসীদের প্রতি মানবিক আচরণ প্রদর্শন করার জন্য বাংলাদেশ কর্তৃপক্ষের কাছে আহ্বান জানানো হয়।

তাঁরা বলেন, অভিবাসীদের দেশে প্রবেশের ক্ষেত্রে সকল তথ্য এবং সেবার বিষয়ে নিশ্চিত করতে হবে সরকারকে। প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিবাসী ও প্রবাসীরা যাতে নিরাপদে তাদের বাড়িতে যেতে পারেন ও থাকতে পারেন তা নিশ্চিত করার জন্য অনুরোধ জানানো হয়।

বিবৃতিতে বলা হয়, প্রবাসীদের পাঠানো রেমিট্যান্স বাংলাদেশের জিডিপি'র প্রবৃদ্ধির ক্ষেত্রে বিগত বছর গুলিতে বিশেষ ভূমিকা রাখছে। বিশ্বজুড়ে ছড়িয়ে ছিটিয়ে বাংলাদেশের অভিবাসীরা তাদের কঠোর পরিশ্রম ও ত্যাগ স্বীকার করে বার্ষিক ষোলো বিলিয়ন ডলারের রেমিট্যান্স প্রেরণ করে থাকে, যা বাংলাদেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।

বিবৃতিতে তাঁরা বলেন, ‘সাম্প্রতিক দিনগুলিতে করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের পরে স্বল্প সংখ্যক অভিবাসী বাংলাদেশে ফিরে গিয়েছিলেন। তবে আমরা উদ্বেগের সঙ্গে লক্ষ্য করছি যে সোশ্যাল মিডিয়া ও বিভিন্ন সংবাদমাধ্যমে অভিবাসীদের বিদেশ থেকে করোনা ভাইরাসের সংক্রামক দেশে ছড়িয়ে দেওয়ার জন্য অভিযুক্ত করা হচ্ছে। দুর্ভাগ্যক্রমে এই প্রচারণায় প্রত্যাবসিত অভিবাসীদের হয়রানি, অপমান, শারীরিক ভাবে নির্যাতন করা হচ্ছে।’

বিবৃতিতে আরও বলা হয়, করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের ফলে হাজার হাজার বাংলাদেশি অভিবাসী ইতালি ও স্পেন সহ বিশ্বের বিভিন্ন দেশে চাকরি হারিয়েছেন। এ অবস্থায় অভিবাসীদের হয়রানি না করার আহ্বান জানানো হয় বিবৃতিতে।