করোনা শনাক্তে কুকুর

কুকুরকে করোনা শনাক্তের প্রশিক্ষণ দিচ্ছেন এক প্রশিক্ষক। চেক প্রজাতন্ত্রের ক্লিনি গ্রামে।ছবি: এএফপি

ইউরোপের দেশ চেক প্রজাতন্ত্রের পর্বতঘেরা গ্রাম ক্লিনি। গ্রামটিতে একটি শিপিং কনটেইনারের ভেতর গড়ে তোলা হয়েছে কুকুরের একটি প্রশিক্ষণকেন্দ্র। করোনাভাইরাসের জীবাণু শনাক্তে কুকুরগুলোকে সেখানে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে।

রেনেডা, ক্যাপ ও লাকি নামের তিনটি কুকুর দিয়ে পরীক্ষামূলকভাবে করোনা শনাক্তের কাজও শুরু করেছে একটি প্রশিক্ষক দল। এটা করতে ছয়টি নৌযানের প্রতিটির ভেতরে রাখা হয় কোভিড-১৯ আক্রান্ত রোগী, পরীক্ষায় করোনা নেগেটিভ আসা ব্যক্তি ও ভুয়া নমুনা নেওয়া ব্যক্তিদের জামাকাপড়। সেই জামাকাপড়ের ঘ্রাণ শুঁকে করোনা শনাক্তে সহায়তা করে কুকুরগুলো।

কুকুরদের প্রশিক্ষণ দিতে নিজেদের মতো করে কাজ করছে প্রশিক্ষক দলটি। মানুষের ঘ্রাণের নমুনা থেকে করোনাভাইরাস শনাক্তে ৯৫ ভাগ সফল হওয়ার তথ্যও পাওয়া গেছে।

করোনা শনাক্তের এই ব্যতিক্রমী কাজের জন্য একটি প্রকল্প হাতে নেওয়া হয়েছে। প্রকল্পটির প্রধান গুস্তাভ হতোভি বার্তা সংস্থা এএফপিকে বলেন, করোনাভাইরাস শনাক্তে কুকুরের সক্ষমতা যাচাই এবং মহামারি মোকাবিলায় প্রশিক্ষিত কুকুরগুলোর ব্যবহারের একটি পদ্ধতি আবিষ্কারের লক্ষ্যেই এই প্রকল্প নেওয়া হয়েছে। তিনি বলেছেন, অন্যান্য রোগ, এমনকি করোনাভাইরাসের চেয়েও প্রাণঘাতী রোগ শনাক্তেও কাজে দেবে এই পদ্ধতি।

জার্মানি সীমান্তসংলগ্ন ক্লিনি গ্রাম থেকে হতোভি আরও বলেন, ‘এই প্রকল্পের গবেষণা শেষ হওয়ার পর আমরা প্রশিক্ষিত কুকুর দিয়ে খুব কম সময়ের মধ্যে বিপুলসংখ্যক মানুষকে পরীক্ষা করতে পারব।’

করোনা শনাক্তের প্রশিক্ষণে একটি কুকুর।
ছবি: এএফপি

রাজধানী প্রাগের ফায়ার সার্ভিসে কর্মরত লেনকা ভ্লাচোভা কুকুরের ওই প্রশিক্ষণকাজে যুক্ত। তিনি বলেন, এক দশক আগে যুক্তরাষ্ট্রে এ নিয়ে প্রথম গবেষণা হয়। ভাইরাসে আক্রান্ত টিস্যু শনাক্ত করতে কুকুর সক্ষম বলে ওই গবেষণায় প্রমাণিত হয়। তিনি আরও বলেন, ভাইরাস মানব টিস্যু পরিবর্তন করে এবং মানুষের শরীরের ঘ্রাণের ধরনকেও প্রভাবিত করে।

কুকুরবিষয়ক বিশেষজ্ঞ হতোভির অধীনে গত আগস্ট থেকে ওই প্রশিক্ষণকাজ শুরু হয়। হতোভি বলেছেন, মানুষের শরীরের ঘ্রাণ ব্যাপক পরিবর্তন হলে তা তাৎক্ষণিকভাবে ধরতে পারে কুকুর। সেই বিষয়টিই করোনা শনাক্তের কাজে ব্যবহার করা হচ্ছে।