করোনার ডেলটা ধরন ৪০% বেশি সংক্রামক: যুক্তরাজ্য

যুক্তরাজ্যের স্বাস্থ্যমন্ত্রী ম্যাট হ্যানকক
ফাইল ছবি: রয়টার্স

যুক্তরাজ্যের স্বাস্থ্যমন্ত্রী ম্যাট হ্যানকক বলেছেন, ভারত থেকে বিশ্বের বিভিন্ন দেশে ছড়িয়ে পড়া করোনার ডেলটা ধরন আগের আলফা ধরনের চেয়ে ৪০ শতাংশ বেশি সংক্রামক। আজ রোববার সংবাদমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এমন মন্তব্য করেন।

বিশ্বজুড়ে ছড়িয়ে পড়া করোনার ধরনগুলোর নতুন নাম দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। ভারত থেকে ছড়ানো করোনার ধরনটির নাম দেওয়া হয়েছে ডেলটা। আর যুক্তরাজ্য থেকে ছড়ানো করোনার ধরনের নতুন নাম হয়েছে আলফা। এখন যুক্তরাজ্যে শনাক্ত হওয়া করোনার নমুনার বেশির ভাগ ভারতীয় ডেলটা ধরনের।

এ বিষয়ে ম্যাট হ্যানকক বলেন, করোনার আলফা ধরনের তুলনায় ডেলটা ধরনটি ৪০ শতাংশ বেশি সংক্রমণ ছড়াচ্ছে বলে রাষ্ট্রায়ত্ত সায়েন্টিফিক অ্যাডভাইজরি গ্রুপ ফর ইমার্জেন্সিসের (এসএজিই) বিশেষজ্ঞরা জানিয়েছেন।

ম্যাট হ্যানকক আরও বলেন, তবে যাঁরা করোনার টিকার দুটি ডোজ নিয়েছেন, তাঁরা করোনার আগের ধরনগুলোর তুলনায় ডেলটা ধরন থেকেও একই রকমের সুরক্ষা পাচ্ছেন।

করোনার আলফা ধরন ব্যাপক পরিসরে ছড়িয়ে পড়ায় গত জানুয়ারিতে লকডাউনে যেতে বাধ্য হয়েছিল যুক্তরাজ্য। পরবর্তী সময়ে টিকা দেওয়ার মাধ্যমে পরিস্থিতি অনেকটাই নিয়ন্ত্রণে আনে দেশটি। এখন যুক্তরাজ্যে নতুন করে করোনার ডেলটা ধরন ছড়িয়ে পড়তে শুরু করেছে। ২১ জুন করোনাসংক্রান্ত বিদ্যমান বিধিনিষেধ তুলে নেওয়ার পরিকল্পনা রয়েছে যুক্তরাজ্য সরকারের।

এ পরিকল্পনা বাস্তবায়নে অতিসংক্রামক ডেলটা ধরন চ্যালেঞ্জ তৈরি করতে পারে বলে জানান ম্যাট হ্যানকক। এ বিষয়ে রোববার তিনি বিবিসিকে বলেন, ‘আমরা আরও এক সপ্তাহের পরিস্থিতি ও তথ্য পর্যবেক্ষণ করব। এরপরই সিদ্ধান্ত নেওয়া হবে।’
যুক্তরাজ্যে ২ কোটি ৭০ লাখের বেশি মানুষ করোনার টিকার দুটো ডোজ নিয়েছেন। আর দেশটিতে ৪ কোটির বেশি মানুষকে করোনার টিকার একটি ডোজ দেওয়া হয়েছে, যা যুক্তরাজ্যের মোট প্রাপ্তবয়স্ক মানুষের অর্ধেকের বেশি।

আরও পড়ুন
আরও পড়ুন
আরও পড়ুন