ক্যাথেড্রাল পুনর্নির্মাণে সাড়ে নয় শ কোটি টাকা দান করবেন সালমা হায়েকের স্বামী

ফ্রান্সের অন্যতম ধনী ব্যক্তি ফ্রাঁসোয়া অঁরি পিনোঁ। ৮৫০ বছরের পুরোনো ক্যাথেড্রালটি পুনর্নির্মাণের জন্য বিশাল অঙ্কের অর্থ দান করার ঘোষণা দিয়েছেন তিনি। ছবি: রয়টার্স
ফ্রান্সের অন্যতম ধনী ব্যক্তি ফ্রাঁসোয়া অঁরি পিনোঁ। ৮৫০ বছরের পুরোনো ক্যাথেড্রালটি পুনর্নির্মাণের জন্য বিশাল অঙ্কের অর্থ দান করার ঘোষণা দিয়েছেন তিনি। ছবি: রয়টার্স

অগ্নিকাণ্ডে মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়েছে প্যারিসের ঐতিহ্যবাহী নটর ডেম ক্যাথেড্রাল। ক্যাথেড্রালটি নতুন করে নির্মাণের ঘোষণাও দিয়েছেন ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল মাখোঁ। এর মধ্যেই ৮৫০ বছরের পুরোনো ক্যাথেড্রালটি পুনর্নির্মাণের জন্য বিশাল অঙ্কের অর্থ দান করার ঘোষণা দিয়েছেন বিখ্যাত অভিনেত্রী সালমা হায়েকের স্বামী ও ফরাসি ধনকুবের ফ্রাঁসোয়া অঁরি পিনোঁ। বাংলাদেশি টাকায় প্রায় সাড়ে ৯০০ কোটি টাকা দান করার ঘোষণা দিয়েছেন তিনি।

ব্রিটিশ সংবাদমাধ্যম স্ট্যান্ডার্ডের খবরে বলা হয়েছে, ক্যাথেড্রালটি নতুন করে বানানোর জন্য ১০০ মিলিয়ন ইউরো দান করবেন বলে জানিয়েছেন পিনোঁ। বাংলাদেশি টাকায় যা প্রায় ৯৫৩ কোটি টাকারও বেশি। মঙ্গলবার লিখিত এক বিবৃতিতে পিনোঁ জানিয়েছেন, ‘নটর ডেম ক্যাথেড্রালের পুরো সংস্কারকাজের সঙ্গে জড়িত হতে আমি ও আমার বাবা মিলে ১০০ মিলিয়ন ইউরো দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি।’

এর আগে স্থাপত্যটির পুনর্নির্মাণের জন্য আন্তর্জাতিকভাবে তহবিল সংগ্রহের কথা বলেছিলেন দেশটির প্রেসিডেন্ট এমানুয়েল মাখোঁ। অগ্নিকাণ্ডের ঘটনাকে ‘ভয়াবহ দুর্যোগ’ হিসেবে আখ্যা দিয়ে মাখোঁ বলেছেন, ‘আরও বড় বিপর্যয় হতে পারত।’

৫৬ বছর বয়সী পিনোঁ ফরাসি বিলাসবহুল গ্রুপ কেরিংয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা ও একজন শিল্প সংগ্রাহক। বালেনসিয়াগা, গুচি, সেন্ট লরেন্ট, আলেক্সান্ডার ম্যাককুইনের মতো আন্তর্জাতিক পর্যায়ের ফ্যাশন ব্র্যান্ডগুলো পিনোঁর কেরিং গ্রুপের মালিকানাধীন।

১৯৬৩ সালে পিনোঁর বাবা কেরিং গ্রুপ প্রতিষ্ঠা করেছিলেন। এরপর ২০০৫ সাল থেকে কোম্পানির প্রধান নির্বাহী কর্মকর্তার দায়িত্বে আছেন ফ্রান্সের অন্যতম ধনী ব্যক্তি পিনোঁ। ২০১৮ সালের ফেব্রুয়ারির হিসাব অনুযায়ী, পিনোঁর মোট সম্পদের পরিমাণ প্রায় ২৫ দশমিক ৫ বিলিয়ন মার্কিন ডলার।