জানুয়ারিতে যুক্তরাষ্ট্র ছাড়ছেন আরও ২৭ রুশ কূটনীতিক

ম্যানহাটানে রুশ কনস্যুলেট জেনারেলের সামনে রাশিয়ার পতাকা উড়ছে
ফাইল ছবি: রয়টার্স

যুক্তরাষ্ট্রে নিয়োজিত রুশ রাষ্ট্রদূত আনাতোলি আন্তোনভ বলেছেন, রাশিয়ার আরও ২৭ কূটনীতিককে বহিষ্কার করেছে ওয়াশিংটন। তাঁরা আগামী ৩০ জানুয়ারি যুক্তরাষ্ট্র ছাড়বেন। রয়টার্সের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

যুক্তরাষ্ট্র থেকে কূটনীতিক বহিষ্কারের ঘটনায় ক্ষোভ জানিয়েছেন রুশ রাষ্ট্রদূত আনাতোলি আন্তোনভ। সোলোভিয়েভ লাইভ নামে একটি ইউটিউব চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, ‘আমাদের কূটনীতিকদের বহিষ্কার করা হচ্ছে। আমার কমরেডদের বড় একটি অংশ আমাদের ছেড়ে যাচ্ছে। আগামী ৩০ জানুয়ারি ২৭ কূটনীতিক পরিবারসমেত যুক্তরাষ্ট্র ছাড়বেন।’

আনাতোলি আরও বলেন, যুক্তরাষ্ট্রের রুশ দূতাবাস গুরুতর কর্মীসংকটের মুখে রয়েছে।

গত শনিবার ওই ইউটিউব চ্যানেল তাঁর সাক্ষাৎকারটি সম্প্রচার করেছে।
রাশিয়ার দাবি, দুই দেশের সম্পর্ক আরও তিক্ত হওয়ার পর ২০১৬ সাল থেকে শতাধিক রুশ কূটনীতিক সপরিবার যুক্তরাষ্ট্র ছাড়তে বাধ্য হয়েছেন।

রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মারিয়া জাখারভ জানান, চলতি বছরের ২৯ অক্টোবর পর্যন্ত করা হিসাব অনুযায়ী প্রায় ২০০ রুশ কূটনীতিক যুক্তরাষ্ট্রে নিযুক্ত রয়েছেন। গত মাসে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন প্রশাসন জানিয়েছিল, রাশিয়ায় যুক্তরাষ্ট্রের মিশনে কর্মী কমে ১২০ জনে দাঁড়িয়েছে। ২০১৭ সালের শুরুর দিকে এ সংখ্যা ছিল ১ হাজার ২০০। রাশিয়ার পক্ষ থেকে দফায় দফায় বহিষ্কার আদেশ ও বিভিন্ন বিধিনিষেধের কারণে কর্মীসংখ্যা কমাতে হয়েছিল বলে দাবি তাদের।
চলতি বছর মস্কোতে অবস্থিত যুক্তরাষ্ট্রের দূতাবাসে কূটনৈতিক ভিসা ছাড়া অন্য ভিসা প্রক্রিয়া বন্ধ রাখা হয়েছে।