জার্মানিতে পথচারীদের ওপর উঠে গেল গাড়ি

পুলিশ ঘটনাস্থল অবরুদ্ধ করে রেখেছে। আজ মঙ্গলবার জার্মানির ট্রিয়ার শহরে।
ছবি: এএফপি

জার্মানিতে একটি ব্যস্ততম সড়কের পথচারীদের ওপর গাড়ি তুলে দেওয়া হয়েছে। এতে এক কিশোরীসহ অন্তত দুজন নিহত হয়েছে। আহত হয়েছে বেশ কয়েকজন। আজ মঙ্গলবার জার্মানির পশ্চিমাঞ্চলীয় শহর ট্রিয়ারে এ ঘটনা ঘটেছে। জার্মানির কর্মকর্তারা এই তথ্য জানিয়েছেন।

যুক্তরাজ্যের সংবাদমাধ্যম বিবিসির খবরে বলা হয়েছে, শহরের পোর্টা নিগ্রা গেটের কাছে ওই ঘটনা ঘটে। পুলিশ ওই এলাকা এড়িয়ে চলতে লোকজনের প্রতি আহ্বান জানিয়েছে। বিভিন্ন ফুটেজে দেখা গেছে, বিপণিবিতানের বড় সড়কে পুলিশ ভ্যান ও জরুরি সেবা দানকারী প্রতিষ্ঠানগুলোর গাড়ি পার্ক করে রাখা হয়েছে।

ওই গাড়িচালককে (৫১) গ্রেপ্তার করা হয়েছে। তবে তাঁর নাম প্রকাশ করা হয়নি। পথচারীদের ওপর গাড়ি তুলে দেওয়ার কারণ এখনো পরিষ্কার নয় বলে পুলিশ জানিয়েছে। পুলিশ এ ঘটনার ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার না করতে জনগণকে অনুরোধ করেছে।

এই ঘটনাকে ‘ভয়ংকর’ বলে বর্ণনা করেছেন ট্রিয়ারের মেয়র ওলফ্রাম লেবি। দেশটির সরকারি সম্প্রচারমাধ্যম এসডব্লিউআরকে তিনি বলেন, গাড়ি তুলে দেওয়ার ঘটনায় আহত হয়েছে ১৫ জনের বেশি পথচারী। তাদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা গুরুতর। ওই ঘটনায় দুজন ঘটনাস্থলেই মারা যায়।

এক প্রত্যক্ষদর্শী স্থানীয় একটি সংবাদমাধ্যমকে বলেছেন, গাঢ় ধূসর রঙের রেঞ্জ রোভার গাড়িটি বেপরোয়া গতিতে চলছিল।