জার্মানির বনভূমিতে দাবানল

তীব্র দাবদাহে জার্মানির বনভূমিতে দাবানল। ছবি: টুইটার থেকে নেওয়া
তীব্র দাবদাহে জার্মানির বনভূমিতে দাবানল। ছবি: টুইটার থেকে নেওয়া

তীব্র দাবদাহে এবার জার্মানির বনভূমিতে আগুন লেগেছে। রোববার সন্ধ্যায় মেকলেনবুর্গ-ভরপমেন রাজ্যের একটি বনভূমিতে দাবানল ছড়িয়ে পড়েছে।

মেকলেনবুর্গ-ভরপমেন রাজ্যের লুবুথেনের কাছে ৪৫০ হেক্টর বনভূমিজুড়ে লাগা এ আগুন সোমবার সকাল পর্যন্ত নেভানো সম্ভব হয়নি। বনের আশপাশ থেকে নিরাপত্তার কারণে প্রায় ৬৫০ ব্যক্তিকে সরিয়ে নেওয়া হয়েছে।

লুবুথেনের স্থানীয় কর্মকর্তা স্টেফান স্টেনবার্গ জানিয়েছেন, বনভূমির পাশে অবস্থিত তিনটি গ্রাম থেকে ১০০ শিশুসহ ৬৫০ জনকে নিরাপত্তার কারণে সরিয়ে নেওয়া হয়েছে।

অন্যদিকে, দাবানলের ফলে কুণ্ডলী পাকানো ধোঁয়া ২০০ কিলোমিটার দূরে জার্মানির রাজধানী বার্লিনে এসে পৌঁছাচ্ছে। সোমবার সকালে রাজধানী বার্লিন শহরের বাতাসে পোড়ার গন্ধ পাওয়া গেছে বলে জানিয়েছেন স্থানীয় লোকজন।

দাবানলে সৃষ্ট বিশাল ধোঁয়ার কুণ্ডলী ব্র্যান্ডেনবুর্গ রাজ্যের সাতটি জেলার আকাশ আচ্ছন্ন করেছে। এলাকাগুলোর প্রশাসন ধোঁয়া থেকে রক্ষা পেতে ও নিরাপত্তার স্বার্থে একটি বিশেষ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বিজ্ঞপ্তিতে ওই এলাকার জনগণকে ঘরের জানালা বন্ধ রাখতে অনুরোধ করেছে প্রশাসন।

লুবুথেনের কাছে দাবানল ছড়িয়ে পড়া এলাকাটি মূলত জার্মান সেনাবাহিনীর মহড়া দেওয়ার স্থান। মহড়া দেওয়ার এলাকা হওয়ায় ওই অঞ্চলে অনেক অব্যবহৃত গোলাবারুদ ছড়িয়ে আছে। এতে ফায়ার সার্ভিসের সদস্যদের সাবধানে কাজ করতে হচ্ছে।

লুবুথেনের বনভূমির আগুন নেভাতে ফায়ার সার্ভিসের ৩৫০ জন সদস্য কাজ করছেন। মেকলেনবুর্গ-ভরপমেন রাজ্যের ওই দলকে সাহায্য করতে পার্শ্ববর্তী রাজ্য নিদারসাক্সেন থেকে আরও ১৫০ ফায়ার সার্ভিসের সদস্য ঘটনাস্থলে পৌঁছেছেন। জার্মানির সেনাবাহিনী ও ফায়ার সার্ভিসের সদস্যরা রোববার রাতভর আগুন নেভানোর কাজ করেন। আগুন নেভানোর কাজে জার্মানির সেনাবাহিনীর বিশেষ হেলিকপ্টার ও অগ্নিনির্বাপক ট্যাংক ওই অঞ্চলে গেছে বলে জার্মানির স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে।

জার্মানসহ মধ্য ও দক্ষিণ ইউরোপের দেশগুলোতে সাত দিন ধরে তাপমাত্রা ৩৮ থেকে ৪৫ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছায়। মূলত এই প্রচণ্ড তাপমাত্রার কারণেই বনভূমিগুলোতে আগুন লাগার আশঙ্কা বৃদ্ধি পেয়েছে। আবহাওয়াবিদেরা জানিয়েছেন, সোমবার থেকে তাপমাত্রা কিছুটা হলেও কমবে।