জ্বালানির মূল্যবৃদ্ধিতে ফ্রান্সের প্রায় ৪ কোটি নাগরিক পাচ্ছেন অর্থসহায়তা

ইউরোপজুড়ে জ্বালানি তেলের দাম বেড়েছে
ফাইল ছবি: রয়টার্স

ফ্রান্সে জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির ধকল সামলাতে নাগরিকদের প্রণোদনা দেওয়ার ঘোষণা দিয়েছে দেশটির সরকার। যেসব নাগরিকের মাসিক আয় দুই হাজার ইউরো বা এর কম, তাঁরা এ অর্থসহায়তা পাবেন। প্রত্যেককে দেওয়া হবে ১০০ ইউরো।
বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, ফ্রান্সের ৩ কোটি ৮০ লাখ নাগরিকের কাছে স্বয়ংক্রিয়ভাবে সরকারি সহায়তার এ অর্থ পৌঁছে যাবে। ব্যক্তিগত গাড়ি বা মোটরসাইকেল নেই এমন নাগরিকেরাও এ অর্থসহায়তা পাবেন।

প্রথম দফায় ডিসেম্বরের শেষ দিকে বিভিন্ন ব্যবসাপ্রতিষ্ঠানের কর্মীদের এ অর্থসহায়তা দেওয়া হবে। সরকারি চাকরিজীবী, শিক্ষার্থী ও পেনশনভোগীরা এ অর্থ পাবেন আগামী বছরের শুরুতে। এই ১০০ ইউরোর জন্য নাগরিকদের কোনো কর দিতে হবে না।
ফ্রান্সের প্রধানমন্ত্রী জ্যঁ ক্যাসটেক্স বলেছেন, এ জন্য সরকারের ৩৮০ কোটি ইউরো খরচ হবে। জ্বালানি শুল্ক কমানোর চেয়ে এতে খরচ অনেক কম হবে বলে জানিয়েছেন তিনি।

বিশ্বজুড়ে জ্বালানির দাম বাড়ার পর ইউরোপে ব্যাপক জন–অসন্তোষ দেখা দিয়েছে। করোনাভাইরাসের কারণে সৃষ্ট দীর্ঘ অচলাবস্থা কেটে যাওয়ার পর ব্যবসা খাতে জ্বালানির বিপুল চাহিদা তৈরি হয়েছে। এতে বিশ্বজুড়েই জ্বালানির ঘাটতি দেখা দিয়েছে। জ্বালানি বাজারের এই বিশৃঙ্খলা অন্য খাতেও প্রভাব ফেলেছে, যেমন সরবরাহব্যবস্থা বাধাগ্রস্ত হওয়া, তেলসংকট এবং অন্যান্য ভোগ্যপণ্যের সরবরাহ ঘাটতি।

ফ্রান্সে আগামী ছয় মাসের মধ্যে প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এমন সময়ে জ্বালানির মূল্যবৃদ্ধিতে বর্তমান প্রেসিডেন্ট এমানুয়েল মাখোঁ নতুন করে গণ–আন্দোলনের হুমকির মুখে পড়তে পারেন। এর আগে ২০১৮ সালে জ্বালানি শুল্ক নিয়ে বিক্ষোভ (ইয়েলো ভেস্ট) ছড়িয়ে একপর্যায়ে তা সরকারবিরোধী আন্দোলনে রূপ নেয়।
ফ্রান্সের প্রধানমন্ত্রী ক্যাসটেক্স বলেছেন, ২০২২ সালের শেষ পর্যন্ত গৃহস্থালির কাজে ব্যবহৃত গ্যাসের দাম স্থিতিশীল থাকবে। কারণ, বিশ্ববাজারে জ্বালানির দাম ধীরে ধীরে কমবে বলে আশা করা হচ্ছে।

যাঁরা এখন প্রণোদনার ১০০ ইউরো করে পাবেন, তাঁদের মধ্যে ফ্রান্সের প্রায় ১ কোটি ৩০ লাখ পেনশনভোগী এবং দেশটির দুই-তৃতীয়াংশ শিক্ষার্থী থাকবেন। এ ছাড়া দেশটিতে কর্মরত প্রায় অর্ধেক শ্রমিকের মাসিক গড় বেতন দুই হাজার ইউরো।

জ্বালানি তেলের দাম বাড়ায় গাড়ি ব্যবহারকারীদের খরচ বেড়েছে। ফ্রান্সের সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, সম্প্রতি দেশটিতে ডিজেলের দাম প্রতি লিটারে রেকর্ড ১ দশমিক ৫৬ ইউরো বেড়েছে। অপর দিকে পেট্রলের দাম বেড়েছে প্রতি লিটারে ১ দশমিক ৬২ ইউরো।