পোল্যান্ডে ছুরিকাঘাতে মেয়র নিহত

পাভেল অ্যাডমোভিচ। ছবি: সংগৃহীত
পাভেল অ্যাডমোভিচ। ছবি: সংগৃহীত

পোল্যান্ডের নগরী গডানস্কের মেয়র পাভেল অ্যাডমোভিচ (৫৩) ছুরিকাঘাতে নিহত হয়েছেন। স্থানীয় সময় সোমবার এক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। তিনি ইউরোপীয় ঐক্যজোটের সমর্থক ছিলেন।

স্থানীয় পুলিশ ও সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, শিশুদের হাসপাতালর জন্য অর্থ সংগ্রহ করতে গত রোববার সন্ধ্যায় গডানস্কে উন্মুক্ত মঞ্চে ওঠেন মেয়র পাভেল অ্যাডমোভিচ। এ সময় আকস্মিকভাবে এক দুর্বৃত্ত পেছন থেকে তাঁকে উপর্যুপরি ছুরিকাঘাত করেন। দ্রুত তাঁকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়। সোমবার চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

কর্তব্যরত চিকিৎসক জানিয়েছেন, অতিরিক্ত রক্তক্ষরণের জন্য ৪১টি রক্তের ব্যাগ সংগ্রহ করেও শেষ পর্যন্ত মেয়র পাভেল অ্যাডমোভিচকে বাঁচানো যায়নি।

এই ঘটনায় অভিযুক্ত স্টেফান নামের ২৭ বছর বয়সী এক যুবককে ঘটনাস্থল থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। ওই যুবক ব্যাংক ডাকাতি মামলায় জেলে ছিলেন। পুলিশ জানায়, মেয়র পাভেলের ওপর হামলার সময় ওই যুবক চিৎকার করে বলতে থাকেন তিনি বিনাকরণে জেল খেটেছেন। হামলাকারী যুবক মানসিক বিকারগ্রস্ত কিনা তা খতিয়ে দেখা হচ্ছে।

প্রসঙ্গত, ১৯৯৮ সাল থেকে গডানস্কের মেয়ের পদে দায়িত্ব পালন করে আসছিলেন পাভেল অ্যাডমোভিচ। পোল্যান্ডের ক্ষমতাসীন রক্ষণশীল দলের কড়া সমালোচক ও বিরোধীদলীয় নাগরিক মোর্চা দলের অন্যতম নেতা ছিলেন তিনি।