দাবানলে এবার পুড়ছে সাইপ্রাস, মৃত্যু ৪

সাইপ্রাসে ভয়াবহ দাবানল ছড়িয়ে পড়েছে। লামাকা, ৩ জুলাই।
ছবি : রয়টার্স

সপ্তাহখানেক ধরে কানাডা ও যুক্তরাষ্ট্র যখন তীব্র দাবানলে পুড়ছে, তখন দাবানলের খবর এল এবার ইউরোপের দ্বীপরাষ্ট্র সাইপ্রাস থেকেও। এ পর্যন্ত চারজনের মৃত্যুর খবর মিলেছে সেখানে। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। দাবানল মোকাবিলায় আন্তর্জাতিক সহায়তা চেয়েছে দেশটি।

তীব্র দাহ ইতিমধ্যে দেশটির ১০টি কমিউনিটিসহ জঙ্গল ও পার্বত্য এলাকার ৫০ বর্গকিলোমিটার এলাকায় ছড়িয়ে পড়েছে। দক্ষিণাঞ্চলীয় লিমাসোল, আরকাপাস, লারনাকাসহ কয়েকটি এলাকায় ছড়িয়ে পড়েছে দাবানল। প্রচণ্ড বাতাস থাকায় দ্রুত তা ছড়িয়ে পড়ছে। আশপাশের গ্রামের মানুষকে অন্যত্র সরিয়ে নিয়েছে প্রশাসন।

লিমাসোল জেলায় বাতাসের গতির কারণে আরও ছড়িয়ে পড়ছে দাবানল এবং তা ক্রমেই শক্তিশালী আকার ধারণ করছে। দাবানলের কারণে ঝুঁকিপূর্ণ এলাকা থেকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হয়েছে বাসিন্দাদের।

বিবিসি জানায়, জলবায়ু পরিবর্তনের কারণে সাম্প্রতিক সময়ে সাইপ্রাসের তাপমাত্রা বাড়ছে। গত সপ্তাহজুড়ে চলমান দাবদাহে দেশটিতে সর্বোচ্চ তাপমাত্রা ১০৪ ডিগ্রি ফারেনহাইট বা ৪০ ডিগ্রি সেলসিয়াসে উঠেছিল। এরপরই দেখা দেয় দাবানল।