পোল্যান্ডের প্রেসিডেন্টের করোনা শনাক্ত

পোল্যান্ডের প্রেসিডেন্ট আন্দ্রে দুদা

পোল্যান্ডের প্রেসিডেন্ট আন্দ্রে দুদা (৪৮) কোভিড-১৯ এ আক্রান্ত হয়েছেন। শুক্রবার নমুনা পরীক্ষায় তাঁর করোনা শনাক্ত হয়। আজ শনিবার এক টুইট বার্তায় এ কথা জানিয়েছেন দেশটির মন্ত্রী বোয়ারে স্পিহাইস্কি।

বিবিসির প্রতিবেদনে বলা হয়, পোল্যান্ডের প্রেসিডেন্ট গত সোমবার এস্তোনিয়ায় বুলগেরিয়ার প্রেসিডেন্ট রুমেন রাদেবের সঙ্গে বৈঠক করেন। পরে প্রেসিডেন্ট রুমেনের করোনা শনাক্ত হয়। এরপরই নিজের নমুনা পরীক্ষা করান পোল্যান্ডের প্রেসিডেন্ট।

টুইট বার্তায় মন্ত্রী বোয়ারে জানিয়েছেন, প্রেসিডেন্ট দুদার শারীরিক অবস্থা ভালো রয়েছে। তিনি চিকিৎসকের পরামর্শ মেনে চলছেন।

ইউরোপের অন্যান্য দেশের মতো পোল্যান্ডও করোনা সংক্রমণে দ্বিতীয় ঢেউ আঘাত হেনেছে। সর্বশেষ গতকালও দেশটিতে ১৩ হাজার ৬০০ জনের শরীরে নতুন করে কোভিড-১৯ শনাক্ত হয়েছে।

জনস হপকিনস ইউনিভার্সিটির তথ্য মতে, তিন কোটি ৮০ লাখ জনগোষ্ঠীর পোল্যান্ডে আজ শনিবার সন্ধ্যা পর্যন্ত করোনা সংক্রমিত শনাক্ত ব্যক্তির সংখ্যা ২ লাখ ৪২ হাজারের মতো। এর মধ্যে ৪ হাজার ৩৫১ জন মারা গেছেন।