প্রেসিডেন্টের কুকুরের কাণ্ড

খেলতে যাওয়ার জন্য প্রেসিডেন্টের হাত নিয়ে টানাটানি করছে তাঁর কুকুর
ছবি: সংগৃহীত

পশুপাখি দারুণ পছন্দ করেন আইরিশ প্রেসিডেন্ট মাইকেল ডি হিগিনস। শখ করে কুকুরও পোষেন। কিন্তু গত সোমবার টেলিভিশনে গুরুত্বপূর্ণ বক্তব্যের সময় তার পোষা এক কুকুরের কাণ্ড নেট দুনিয়ায় ছড়িয়ে পড়েছে।

মার্কিন সাপ্তাহিক সাময়িকী নিউজউইক জানায়, আইরিশ অভিনেতা টম হিকির মৃত্যুতে শ্রদ্ধা জানিয়ে বক্তব্য দিচ্ছিলেন প্রেসিডেন্ট। গত শনিবার মারা যান ওই অভিনেতা। টেলিভিশনে সরাসরি সম্প্রচারের সময়ই সেখানে ছুটে আসে প্রেসিডেন্টের কুকুর মিসনেখ। বসে পড়ে প্রেসিডেন্টের পাশে। তার সঙ্গে খেলার জন্য প্রেসিডেন্টের মনোযোগ আকর্ষণের চেষ্টা করতে থাকে। খেলার ছলে কামড়াতে থাকে প্রেসিডেন্টের হাত। এদিকে যে টেলিভিশনে সরাসরি সম্প্রচার চলছে, সে কি আর তা বোঝে? মিসনেখের বয়স সাত মাস। বার্নিজ মাউন্টেন জাতের কুকুরছানা। মিসনেখের এই কাণ্ড সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। নেটিজেনরা ব্যাপক পছন্দও করেছেন।

এ বছরের শুরুর দিকে মিসনেখকে পুষতে শুরু করেন প্রেসিডেন্ট হিগিনস। তার জন্য খেলার সঙ্গীও জোগাড় করে দিয়েছেন। তার নাম ব্রড। মিসনেখ ও ব্রড অবশ্য আগে থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে পরিচিত। তাদের অ্যাকাউন্টে মাঝেমধ্যে ছবি পোস্ট করা হয়। তাদের বেশ কিছু ভক্তও তৈরি হয়েছে। তবে প্রেসিডেন্টের বক্তব্যের সময় মিসনেখ যে কাণ্ড ঘটিয়েছে, তাতে সামাজিক যোগাযোগমাধ্যমে সে রীতিমতো তারকা বনে গেছে।

নিউজউইক জানায়, প্রেসিডেন্ট টেলিভিশন লাইভে তাঁর বক্তব্য দেওয়ার সময় মিসনেখ মনোযোগ আকর্ষণের চেষ্টা করলেও প্রেসিডেন্ট বক্তব্য চালিয়ে যান। তিনি তাঁর হাত বাড়িয়ে দেন, যা নিয়ে মিসনেখ খেলতে পারে। মিসনেখ হাত কামড়ে মনোযোগ আকর্ষণের চেষ্টা করলে প্রেসিডেন্ট তার মাথায় হাত বুলিয়ে দেন। ওই মুহূর্তের ভিডিও প্রেসিডেন্টের অফিশিয়াল টিকটক পেজে পোস্ট করা হয়। সেটি ব্যাপক আকারে ছড়িয়ে পড়ে। পরে ভিডিওটি টুইটারেও পোস্ট করা হয়। ইতিমধ্যে ভিডিওটি ১৬ লাখ বারের বেশি দেখা হয়েছে। এতে ১৮ হাজারের বেশি লাইক ও কয়েকশ মন্তব্যও এসেছে।