ফ্রান্সের প্রেসিডেন্ট হতে এবার মাখোঁ-মেরিনের লড়াই

মেরিন লঁ পেন ও এমানুয়েল মাখোঁ
ফাইল ছবি: এএফপি

ফ্রান্সের প্রেসিডেন্ট নির্বাচনের প্রথম দফার ভোটে এমানুয়েল মাখোঁ জয়ী হয়েছেন। দ্বিতীয় দফার (রান-অফ) ভোটে তাঁর প্রতিদ্বন্দ্বী কট্টর ডানপন্থী মেরিন লঁ পেন। আজ সোমবার বিবিসি অনলাইনের প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।

গতকাল রোববার ফ্রান্সের প্রেসিডেন্ট নির্বাচনের প্রথম দফার ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। গতকাল স্থানীয় সময় সকাল সাতটা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত ভোট গ্রহণ চলে।

প্রথম দফার নির্বাচনে প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে লড়েন ১২ জন। তাঁদের মধ্যে চারজন নারী, আটজন পুরুষ।

নির্বাচনে ফ্রান্সের বর্তমান প্রেসিডেন্ট মাখোঁর প্রধান প্রতিদ্বন্দ্বী হিসেবে আবির্ভূত হন লঁ পেন।

বিবিসি জানায়, ৯৭ শতাংশ পর্যন্ত ভোট গণনা করা হয়েছে। এতে মাখোঁ পেয়েছেন ২৭ দশমিক ৩৫ শতাংশ, লঁ পেন পেয়েছেন ২৩ দশমিক ৯৭ শতাংশ আর জ্য-লুক মিনশঁ পেয়েছেন ২১ দশমিক ৭ শতাংশ ভোট।

অর্থাৎ প্রথম দফার নির্বাচনের গণনা করা ভোট অনুসারে, শীর্ষ দুই প্রার্থী হয়েছেন মাখোঁ ও লঁ পেন। নিয়ম অনুযায়ী, প্রথম দফার নির্বাচনে শীর্ষ দুই প্রার্থী দ্বিতীয় দফার (রান-অফ) ভোটে অংশ নেবেন। এই নির্বাচনেই চূড়ান্ত হবে, কে জয়ী হবেন। ২৪ এপ্রিল দ্বিতীয় দফার এই ভোট অনুষ্ঠিত হবে।

প্রথম দফার ভোটে জয়ী মাখোঁ তাঁর উচ্ছ্বসিত সমর্থকদের উদ্দেশে বলেন, কোনো ভুল করা যাবে না। এখনো কোনো কিছু নির্ধারিত হয়নি।

এদিকে মাখোঁবিরোধী প্রত্যেক ভোটারকে লঁ পেন তাঁর পক্ষে যোগ দিতে এবং এর মধ্য দিয়ে ফ্রান্সকে শৃঙ্খলায় ফিরিয়ে আনতে তাঁদের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।

প্রথম দফার নির্বাচনে তৃতীয় হওয়া জ্য-লুক মিনশঁ তাঁর সমর্থকদের সতর্ক করে বলেন, তাঁরা যাতে লঁ পেনকে ভোট না দেন। তবে তিনি সরাসরি মাখোঁকেও সমর্থন দেননি।
ইতিমধ্যে মাখোঁ ও মেরিনের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস দিয়েছে একাধিক জনমত জরিপ।

দ্বিতীয় দফার ভোটে মাখোঁ জয়ী হলে ২০ বছরের মধ্যে একমাত্র ফরাসি প্রেসিডেন্ট হিসেবে তিনি টানা দুই মেয়াদে ক্ষমতায় থাকবেন।