বাইডেনকে স্বীকৃতি দিতে প্রস্তুত নন পুতিন

ভ্লাদিমির পুতিন ও জো বাইডেন
ছবি: রয়টার্স

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, তিনি যুক্তরাষ্ট্রের যেকোনো নেতার সঙ্গেই কাজ করতে প্রস্তুত আছেন। তবে তিনি এখনো মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে বিজয়ী হিসেবে জো বাইডেনকে স্বীকৃতি দিতে প্রস্তুত নন।

গতকাল রোববার রাশিয়ার রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া এক সাক্ষাৎকারে পুতিন এই মন্তব্য করেন। বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমের প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।

পুতিন বলেন, ‘আমেরিকান জনগণের আস্থা আছে, এমন যেকারও সঙ্গে আমরা কাজ করব।’

কিন্তু পুতিন উল্লেখ করেন, তবে সেই আস্থা শুধু এমন প্রার্থীকেই দেওয়া যেতে পারে, যাঁর বিজয় বিরোধী দল দ্বারা স্বীকৃত। অথবা নির্বাচনের ফলাফল আইনসংগতভাবে বৈধতা পায়।

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের ফলাফল নিয়ে এই প্রথম এতটা খোলামেলাভাবে কোনো মন্তব্য পুতিনের কাছ থেকে এল।

এই মন্তব্যের মধ্য দিয়ে পুতিনের ইঙ্গিত, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন নিয়ে সব ধরনের আইনগত বিষয়ের সমাধান বা কোনো একজন প্রার্থীর পরাজয় স্বীকার না করা পর্যন্ত বিজয়ীকে অভিনন্দন জানাবেন না তিনি।

৩ নভেম্বরের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্রেটিক পার্টির প্রার্থী বাইডেনের বিজয় নিশ্চিত হয়ে যাওয়ার পরপরই তাঁকে বিশ্বের অনেক নেতা অভিনন্দন জানান। তবে এখনো কিছু বিশ্বনেতা বাইডেনকে স্বীকৃতি দেননি। তাঁদের মধ্যে পুতিন অন্যতম।

যুক্তরাষ্ট্রের বর্তমান প্রেসিডেন্ট ও রিপাবলিকান পার্টির প্রার্থী ডোনাল্ড ট্রাম্প নির্বাচনে নিজেকে জয়ী দাবি করে আসছেন। তাঁর দাবি, ব্যাপক ভোট জালিয়াতি হয়েছে। তা না হলে তিনিই জয়ী। এই অভিযোগ নিয়ে তিনি আদালতে একের পর এক মামলা করে হারছেন। নির্বাচনের ফল পাল্টে দিতে নানা ফন্দি আঁটছেন।

বিজয়ী বাইডেনকে অভিনন্দন না জানানোর বিষয়ে ক্রেমলিনের সিদ্ধান্তকে স্রেফ একটি ‘আনুষ্ঠানিকতা’ হিসেবে বর্ণনা করেন পুতিন। তাঁর ভাষ্য, এখানে অন্য কোনো উদ্দেশ্য নেই।

ক্রেমলিনের এমন সিদ্ধান্ত যুক্তরাষ্ট্র-রাশিয়ার মধ্যকার সম্পর্ক ক্ষতিগ্রস্ত করবে কি না, এই প্রশ্নে পুতিন বলেন, সম্পর্ক ক্ষতিগ্রস্ত হওয়ার কিছু নেই; বরং এই সম্পর্ক আগেই নষ্ট হয়ে আছে।

যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থাগুলোর অভিযোগ, ট্রাম্পকে প্রেসিডেন্ট নির্বাচিত হতে সাহায্য করতে ২০১৬ সালের নির্বাচনে রাশিয়া হস্তক্ষেপ করেছিল।