বাইডেনের সঙ্গে বিরোধ ঘোচাতে চান মাখোঁ

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ও ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল মাখোঁ।
ফাইল ছবি: রয়টার্স

ফরাসি প্রেসিডেন্ট এমানুয়েল মাখোঁ জানিয়েছেন, অক্টোবরের শেষের দিকে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে রোমে অনুষ্ঠেয় বৈঠক নিয়ে আশাবাদী তিনি। এ বৈঠকে বাইডেনের সঙ্গে দূরত্ব ঘোচাতে চান এই প্রেসিডেন্ট। মাখোঁর আশা, দীর্ঘদিনের এ দুই মিত্রদেশ আবার পরস্পরের প্রতি আস্থা বজায় রেখে একসঙ্গে কাজ করতে পারবে।

সম্প্রতি চীনকে মোকাবিলা করতে যুক্তরাষ্ট্র, ব্রিটেন ও অস্ট্রেলিয়ার মধ্যে অকাস নিরাপত্তা চুক্তির কথা প্রকাশ করা হয়। এই চুক্তির আওতায় যুক্তরাষ্ট্র ও ব্রিটেন পারমাণবিক শক্তিসমৃদ্ধ সাবমেরিন তৈরিতে প্রযুক্তি সহায়তা দেওয়ার কথা অস্ট্রেলিয়াকে। এ চুক্তি নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে শুরু হয় ফ্রান্সের টানাপোড়েন। কারণ, অস্ট্রেলিয়া ১২টি সাবমেরিন পেতে ফ্রান্সের সঙ্গে চুক্তি করেছিল ২০১৬ সালে। সেই চুক্তি বাতিল করেছে অস্ট্রেলিয়া। এতে অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে ফ্রান্স। এই পরিস্থিতিতে ৩০-৩১ অক্টোবর অনুষ্ঠিত হতে যাচ্ছে জি-২০ সম্মেলন।

গত মাসে ফোনালাপের পর এবার এ সম্মেলনে মুখোমুখি হতে যাচ্ছেন বাইডেন ও মাখোঁ। জি-২০ সম্মেলনের ফাঁকে দ্বিপক্ষীয় বৈঠক করার কথা রয়েছে তাঁদের।

মঙ্গলবার ইউরোপীয় ইউনিয়নের নেতাদের এক সম্মেলনে যোগ দিতে স্লোভেনিয়ায় যান মাখোঁ। এদিন স্লোভেনিয়ায় সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি। বাইডেনের সঙ্গে আসন্ন বৈঠকের ব্যাপারে মাখোঁ বলেন, ‘জি-২০ সম্মেলনের সময় আমরা বৈঠক করব। আমি মনে করি, কীভাবে সম্পর্ক পুনঃস্থাপন করতে পারি, সেটি বোঝার সঠিক সময় এটি।’

মাখোঁ আরও বলেন, ‘মিত্রদের নেওয়া সিদ্ধান্তগুলো আমাদের মনোযোগ দিয়ে পর্যবেক্ষণ করতে হবে। যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, তা মূল্যায়নের সুযোগ রয়েছে।’

মাখোঁ-ব্লিঙ্কেন বৈঠক

এর আগে মঙ্গলবার সকালে প্যারিসে মাখোঁ এবং মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেনের মধ্যে প্রায় ৪০ মিনিট ধরে বৈঠক হয়। এএফপির খবরে বলা হয়, ইউরোপীয় দেশগুলোর মধ্যে নিরাপত্তা সহযোগিতা জোরদার নিয়ে ফ্রান্সের উদ্যোগের বিষয়ে বৈঠকে আলোচনা হয়। মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা জানান, বৈঠকে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী ফরাসি প্রেসিডেন্টকে বলেছেন, ওয়াশিংটন ইউরোপের প্রতিরক্ষা ও নিরাপত্তার উদ্যোগগুলোকে সমর্থন দেয়। তবে সেটা যেন ন্যাটো জোটের ক্ষতিসাধন না করে, তা নিশ্চিত করতে হবে।