বেলারুশে প্রকাশ্যে নিজের শরীরে আগুন

লেনিনের ভাস্কর্যের অদূরে ফাঁকা জায়গায় দাঁড়িয়ে নিজের শরীরে আগুন ধরিয়ে দেন এক ব্যক্তি
ছবি : রয়টার্স

বেলারুশের রাজধানী মিনস্কে সরকারের সদর দপ্তরের সামনে নিজের শরীরে আগুন ধরিয়ে দিয়েছেন এক ব্যক্তি। আজ শুক্রবার এ ঘটনার পর তাঁকে দ্রুত হাসপাতালে নেওয়া হয়।

বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, অনলাইনে ছড়িয়ে পড়া এক ভিডিও চিত্রে দেখা যায়, লেনিনের ভাস্কর্যের অদূরে ফাঁকা জায়গায় দাঁড়িয়ে নিজের শরীরে আগুন ধরিয়ে দেন এক ব্যক্তি (৩৫)। পথচারীরা দ্রুত সেখানে গিয়ে আগুন নেভানোর চেষ্টা করেন। পরে তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। আগুন দেওয়ার কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

বেলারুশের তদন্ত কমিটি এক বিবৃতিতে বলেছে, ঘটনার কারণ বের করতে কাজ করছেন তাঁরা। ওই ব্যক্তি নিজের শরীরে আগুন ধরিয়ে দেওয়ার আগে কোনো এক প্রকার তরল গায়ে ঢেলেছিলেন।

গত বছরের প্রেসিডেন্ট নির্বাচনের পর থেকেই তীব্র বিক্ষোভের মুখে রয়েছেন প্রেসিডেন্ট আলেক্সান্ডার লুকাশেঙ্কো (৬৬)। বিরোধীরা ওই নির্বাচনে ব্যাপক কারচুপির অভিযোগ তুলে বিক্ষোভ করছে। তবে সব অভিযোগ অস্বীকার করে আসছেন লুকাশেঙ্কো।

সিএনএনের এক প্রতিবেদনে বলা হয়েছে, গত বছরের আগস্টের বিতর্কিত সাধারণ নির্বাচনে নিজেকে বিপুল ব্যবধানে বিজয়ী বলে দাবি করে আসছিলেন লুকাশেঙ্কো। কিন্তু বিরোধীরা বলছেন, এখানে পুকুরচুরি হয়েছে। ১৯৯৪ সাল থেকে দেশটির প্রেসিডেন্ট হিসেবে আছেন লুকাশেঙ্কো।